নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

চলমান

০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:০১



দিগঞ্চলে একজোড়া চোখ থমকে ছিলো যেন-
ছুটছি তখন বড্ড জোরে, কে-ই-বা দেখছিলো,
ভেবেছিলাম এক ছুটেতেই অনেকদূরের পথ-
পেরিয়ে গেলে হারিয়ে যাবে থমকে থাকা চোখ।
বুকের মধ্যে উতল হাওয়ায় প্রবল ছিলো ঝড়
কে শুনছিলো সে দুর্যোগে পাথার ভাঙা স্বর?
একলা পাহাড় অপেক্ষাতে দাঁড়িয়ে ছিল ঠায়
পাহাড় চুড়ার স্বপ্নে ডিঙি উল্টো ভেসে যায়।
———-//————

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা চমৎকার হইছে সেজুতি। কোন একটি অবস্থাকে বেশ ভালোভাবে চিত্রায়িত করতে পেরেছেন বলে মনে হলো। পাঠক যেন সে অবস্থা দেখতে পাচ্ছে অবস্থা এমন।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৭

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই ভালো লাগলো। মনে হলো, আমি ছুটে চলছি, কেউ একজন অতিদূর থেকে ঝাপসা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ছুটছি, আমার বুক জুড়ে অস্থিরতা।

'পাথারভাঙা স্বর' কথাটা ভাল লেগেছে।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৮

সেজুতি_শিপু বলেছেন: অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে । অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।

৩| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৮

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ , কৃতার্থ হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.