নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
দিগঞ্চলে একজোড়া চোখ থমকে ছিলো যেন-
ছুটছি তখন বড্ড জোরে, কে-ই-বা দেখছিলো,
ভেবেছিলাম এক ছুটেতেই অনেকদূরের পথ-
পেরিয়ে গেলে হারিয়ে যাবে থমকে থাকা চোখ।
বুকের মধ্যে উতল হাওয়ায় প্রবল ছিলো ঝড়
কে শুনছিলো সে দুর্যোগে পাথার ভাঙা স্বর?
একলা পাহাড় অপেক্ষাতে দাঁড়িয়ে ছিল ঠায়
পাহাড় চুড়ার স্বপ্নে ডিঙি উল্টো ভেসে যায়।
———-//————
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৭
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই ভালো লাগলো। মনে হলো, আমি ছুটে চলছি, কেউ একজন অতিদূর থেকে ঝাপসা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ছুটছি, আমার বুক জুড়ে অস্থিরতা।
'পাথারভাঙা স্বর' কথাটা ভাল লেগেছে।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৮
সেজুতি_শিপু বলেছেন: অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে । অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।
৩| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৮
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ , কৃতার্থ হলাম।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা চমৎকার হইছে সেজুতি। কোন একটি অবস্থাকে বেশ ভালোভাবে চিত্রায়িত করতে পেরেছেন বলে মনে হলো। পাঠক যেন সে অবস্থা দেখতে পাচ্ছে অবস্থা এমন।