নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
ছবি- ইন্টারনেট থেকে নেওয়া
এইসব ছক, ছকবাধা পথ,
ছকের রেখায় চলতে চলতে
ফুরিয়ে যাচ্ছে অরূপ জীবন-
কেমন যেন বিভ্রান্তিময়।
বিভ্রান্তিময় ভিতর বাহির,
নিপুণ গৃহ, অন্দর সাজ,
সন্ধ্যাবেলার বাতি ঘিরে
দিকভ্রান্ত যেন পতঙ্গ দল।
যেমন ইচ্ছে ভাসিয়ে নিচ্ছে
বিক্ষুব্ধ সময়
যেমন ভাসায় ঘূর্ণিপাকে
বন্যার জল-
দিনগুলি সব রাতের মত ,
হাতড়ে ফিরছি পথের রেখা
রাতের পিঠে রাতই জুড়ছে ,
অনন্ত দূর প্রার্থীত কাল?
---------------
০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৫
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।
জীবনের নির্দিষ্ট কোন রূপ বুঝতে না পারা অর্থে অরূপ লিখলাম, ঠিক হোলো কি?
"আগের ইংলিশ কবিতা 'ওয়ার্ডস' কোথায় গেলেন?" -ঠিক বুঝতে পারিনি।
২| ০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: What a mystery!!
কবি যা বোঝাতে চান, তাই সঠিক, অন্যের কাছে তা লজিক্যাল হোক বা না হোক।
০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৫
সেজুতি_শিপু বলেছেন: আচ্ছা , সেজুঁতি ইসলাম আর সেজুুতি_শিপু ভিন্ন জন।
অরূপ লজিক্যাল হচ্ছে না বলছেন?
০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৩
সেজুতি_শিপু বলেছেন: রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করে- এখানে অরূপ লজিক্যাল হচ্ছে?
৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২১
কামাল১৮ বলেছেন: ঘটনা গুলির দূরত্ব মাপার একক মনে হয় সময়।কবিতা ভালো বুঝিনা।ঝটিল হচ্ছে মানুষের মন ,ঝটিল হচ্ছে কবিতা।
০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৫
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। কবিতা জটিল আবার সরল। ভালো থাকবেন।
৪| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ভাবনা ঠিক আছে, সেটাই বোঝাতে চাইছিলাম।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০১
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: 'প্রার্থিত কাল' চিরকালই অধরা অথবা অতীত।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০২
সেজুতি_শিপু বলেছেন: অতীত তো কখনও বর্তমান ছিল- তখন তাহলে প্রার্থিত কাল এসেছিল? ধন্যবাদ।
৬| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: সময় সব সময় একরকম থাকে না। বদলে যায়।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৩
সেজুতি_শিপু বলেছেন: ঠিক তাই । ধন্যবাদ
৭| ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: নিয়তি!
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৪
সেজুতি_শিপু বলেছেন: হমম , নিয়তি
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছুটা দার্শনিক মনোভাব প্রকাশ পেয়েছে কবিতায়।
জীবনকে 'অরূপ' বললেন কেন?
আগের ইংলিশ কবিতা 'ওয়ার্ডস' কোথায় গেলেন?