নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
( ছবি: নিজের তোলা ,নিজ বাগানের ফুল)
আমরা কি আজ নিতান্তই অতীতমুখী শব?
শুনছি না কি নতুন দিনের উদ্ভিন্ন কলরব?
এখনও তো চলেছি বেশ হাতের পরে হাত
একটু পরেই নামছে হয়তো একটি নিকষ রাত
রাতের গল্পে জ্বলবে না কি ন্যুব্জ চোখে আলো ?
হতে পারে বিভ্রান্তি আঁধার একটু বেশীই কালো।
হতে পারে জ্যোৎস্না নদীর বুক জুড়ে আজ চর
পায়রাগুলির বন্ধ ডানায় গুটিয়ে আছে ঝড় ,
ঝড় তো ছিলই ভিতর বাহির লন্ডভন্ড কালেও-
ব্যাকুলতার রোদ্দূরে নীল পাখনা দিত মেলে ।
নির্জনতার দীর্ঘ সারি রাস্তা জুড়ে, চলছে মহড়া
আমরা যেন ছুটছি বড় ,যাচ্ছি কোথায়? তাড়া?
————//————
২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৮
সেজুতি_শিপু বলেছেন: জ্বী , ধন্যবাদ।
২| ২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: বানানের প্রতি নজর দিন। আর কবিতায় সব সময় সহজ ও সুন্দর শব্দ ব্যবহার করবেন।
২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫০
সেজুতি_শিপু বলেছেন: জ্বী আচ্ছা। পরামর্শ মনে থাকবে। অনেক সময় সুন্দর শব্দ খুঁজে পাইনা॥
২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৮:১১
সেজুতি_শিপু বলেছেন: কিছু শব্দ আছে যা তুলনামূলকভাবে একটু কম ব্যবহার হয়। ঠিক কোন শব্দগুলি কঠিন এবং অসুন্দর ধরতে পারছি না।
৩| ২৬ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৫
সোনাগাজী বলেছেন:
কবিতার উপরে ২/১ লাইনে, কবিতার ভাবনাটুকু কি লিখে দেয়া সম্ভব?
২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৩
সেজুতি_শিপু বলেছেন: কত কি ভেবে লিখি - এলোমেলো শব্দ। নিজস্ব ভাবনা থাকে। কিন্তু দুএক লাইনে তা কীভাবে বলি। যে লেখা বুঝিয়ে দিতে হয় সে লেখা কোন লেখাই নয়। এ লেখাও তাই।
৪| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৮:০৮
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪৮
এম ডি মুসা বলেছেন: যত গুণ মেয়েদের যাইহোক সুফিয়া কামাল কবি তার কবিতার ছন্দ গুণ অনেক মজবুত
কথায় বলে মেয়েরা রাঁধে চুলও বাধে,,কবিতা সুন্দর হয়েছে ,,স্বাধীনতার শুভেচ্ছা