নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

ছবির ফুল - ফুলের ছবি

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪

আমার যত্নে ফুটে ওঠে তারা
যেমন ফোটে গভীর আঁধারে
নীলিমার বুকে মিটমিট করা তারা

১/চাঁদের দেশের পথভোলা ফুল চন্দ্রমল্লিকা

২।লিলি


৩। এডেনিয়াম-মরূগোলাপ


৪/ স্থলপদ্ম


৫। অফিসে যাবার জন্যে তৈরি হতে হতে হঠাত চোখ পড়ল ফুলটির দিকে , অন্য টবের আড়ালে, ভাবলাম কোনো ঝরে পড়া ফুল, কিন্তু কী ফুল ঝরল এখানে? ও মা! এযে ক্রিসমাস ক্যাকটাস! ফুটলো তাহলে অবশেষে!

৬।ডম্বিয়া


৭। সুগন্ধি জবা


৮।নীল চিতা (!)


৯/এডেনিয়াম-মরূগোলাপ

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২২

জ্যাক স্মিথ বলেছেন: চমৎকার সব ফুলে ছবি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৫

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: ফ্রেমিং ভালো হয়নি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার পরামর্শ ও মতামত মূল্যবান কারন তা উন্নয়নে সাহায্য করে।
এগুলি মোবাইলে তোলা ছবি। আমাকে ফ্রেমিং শেখান।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:২৪

জগতারন বলেছেন:
রাজীব নুর বলেছেন:
ফ্রেমিং ভালো হয়নি।
Beautiful Pictures!!
Like!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬

সেজুতি_শিপু বলেছেন: এক্সপার্ট মন্তব্য সংশধনের সুযোগ করে দেয়। অনেক ধন্যবাদ।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে। তবে প্রত্যেকটা ছবির মধ্যে স্পেস দিলে মনে হয় আরো ভালো লাগবে। শুভকামনা আপনাকে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ, সংশোধনের পরামর্শ দেবার জন্যে। প্রত্যেকটা ছবির মধ্যে স্পেস দিলাম। শুভকামনা রইলো।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৫

পুকু বলেছেন: আপনার এবং আপনার ফুলের জন্য ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১০

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। কসমসও আমার প্রিয়।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ফুল

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৫

এম ডি মুসা বলেছেন: আপনার ফুূল গুলির প্রেমে পড়লুম

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ২:২০

সেজুতি_শিপু বলেছেন: ফুলের প্রেমেই তো, সমস্যা কি? সে মারবে না আপনাকে। ভালো থাকুন- ফুলের প্রেমে পড়ুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.