নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
যখন তখন সাপটাকে দেখি আমি
এখানে সেখানে ঘুরছে, বেয়ে উঠছে
লিকলিকে জিভটাকে নাড়াচ্ছে।
আমি দেখি, সবসময় গ্রাহ্য করিনা
অনেকসময় হয়তো কেবল তাকিয়েই
দৃষ্টিটাকে সরিয়ে ফেলি অন্যদিকে
কেননা ওকে আমি দেখতে চাইনা।
ওকে আমি দেখতে চাইনা বলেই কিনা
সে আমার চারপাশে হিসহিস শব্দে ঘুরে বেড়ায়
আমি হয়তো উজ্জ্বল চোখে তাকিয়েছি ওদিকে
হঠাৎ সাপটির কারুকাজ উজ্জ্বল হয়ে ওঠে!
আমি হয়তো গভীর সুন্দরে মগ্ন হয়ে আছি
হঠাৎ দেখি তাকে পেঁচিয়ে রয়েছে সে,
হয়তো কোন সুর আমাকে ভাসাচ্ছে
স্রোতের মধ্যে ফনা তুলে নাচছে সে
আমি হয়তো অনেক আকাঙ্খার আনন্দে
পাড়ি দিয়ে চলেছি কঠিনতম ঢাল ,
রক্তাক্ত হচ্ছে আমার পা , সেখানেও।
এতে করে হয়েছে কি,
আজকাল সে আমার খানিকটা প্রশ্রয়ও
যেন পেতে শুরু করেছে। যেন সে মানানসই।
এমনকি মাঝে মধ্যে আমাকে বেয়ে ওঠে ,
ঘোরে ফেরে- একসময় আমি হয়তো তাকে
ছুঁড়ে ফেলি, কখনও তাকে পুষে রাখি,
কখনও তাকে ছোবল দেবার মত অবস্থায়
যেতে দেইনি এখনও যদিও -
তবে আজকাল সে ইচ্ছেটাও যে
মাঝেমাঝে জাগে না এমন নয়।
মনে হয় , সর্পারন্যে কিছু সাপ
উদ্যত প্রস্তুত রাখা প্রয়োজন আমারও
অন্যথা কি একধরনের দুর্বলতা নয়?
বিষ্ময়কর হোলো , সাপ নয় , দুর্বলতাকে
দুধ কলা দিয়ে পুষতেই বেশী ভালোবাসি আমি!
আচ্ছা, দুর্বলতার অ্যানাকন্ডা হয় না?
———//———
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪
সেজুতি_শিপু বলেছেন: না, উত্যক্তকারী প্রেমিক নয় আসলে। আমি হিংসা- বিদ্বেষকে ভেবেই লিখেছি।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৪
খায়রুল আহসান বলেছেন: হিংসা- বিদ্বেষ এর জিহ্বা সাপের, অনলের জিহ্বার মতই লিকলিকে, সর্বভূক হয়। সেই অর্থে কবিতার বর্ণনা ব্যঞ্জনা চমৎকার হয়েছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১২
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৭
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ,শুভকামনা এবং কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'সাপ'টা কি কোনো উত্যক্তকারী প্রেমিককে বোঝানো হয়েছে, নাকি কোনো রিপুকে? নাকি অন্যকিছু?
যাই হোক, সাবলীল লেখা।
মমতা আপার স্টাইলে একটা কবিতা লিখতে মুঞ্চাইছিল, দেখি পারি কিনা।
আমাদের ঘরে সাপ আছে
ইঁদুর আছে। বিড়াল আছে।
ওরা ঝগড়া করে। খাওয়া দাওয়া করে।
টিভি দেখে। ওরা একে অপরকে ভালো বাসে না।