নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

অন্বিষ্ট

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৯


ডানাতে এখনও স্বপ্ন পোড়া গন্ধ -
ছুটতে হবে আরও বহুদূর-
কী চাও? কী চেয়েছিলে?
আকাশের নীল মাথায় করে
একছুটে দেবে সবুজের পথ পাড়ি ?
পাওনি? ঘন দাঁতাল অন্ধকার ?
তবুও তোমার আকাশ আমাকে টানে,
হে উদাত্ত ঈশ্বর-
বড় অসংগত সৃষ্টি তোমার,
বুকের মধ্যে গুগলের ক্ষিদে ধুঁকছে-
এদিকে অন্ধকার অষ্টেপৃষ্ঠে
অলাতচক্রে ক্রুরতম ঘিরে ধরছে।
এরপর কোন অত্যাসন্ন
অবসন্নতা ছুঁয়ে দিলে
ছুঁড়ে ফেলে দিয়ে মগজের যত বোঝা,
নিরাবলম্ব ভারহীন পায়ে
হেঁটে যাব বাকীপথ ।
সেই অবেলায় অসংলগ্ন শিষ তুলে
ডাক দেয় যদি রকচারি ভবঘুরে,
ছুটে যাব তার অকর্মন্য রথে
পরিত্যাক্ত তটরেখার অতল প্রান্ত ঘেঁষে ।
———+_____+—

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: কবিতার শিরোনামটাই বুঝিনি।
একটু বুঝিয়ে দেবেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০০

সেজুতি_শিপু বলেছেন: যা অন্বেষণ করা হচ্ছে। একটু খটোমটো লিখেছি তাইনা? পরীক্ষামূলক আর কি। তবু পাঠের জন্য ধন্যবাদ

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২২

এম ডি মুসা বলেছেন: দারুন গদ্য কবিতা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ,অনেকানেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.