নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

রাজার জন্যে জীবন

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৫



সহজ তো নয় কোনকিছুই ,
জানতে তুমি - জানি আমি
চেষ্টা তবু সহজ পথে চলার
ঘাস- অরন্যে , ইট- পাথরে
পথের রেখা খুঁজে নিয়ে
পায়ের তালে পা মিলিয়ে যাবার।
ছকের মধ্যে পুরোটাই-
রাজার চালে রাজ্যজুড়ে যেদিক যেতে চাই-
এক পা কেবল এদিক ওদিক ফেলা-
মন্ত্রী হলে ছকের মধ্যে স্বাধীনতা মেলা ।
গজের মত , ঘোড়ার মত কোনা
কিংবা আড়াই ঘরে , চলায় চলায়
মাথা বাঁচাই রাজার জন্যে, আসলে তো
রাজা বাঁচাই , মেপে মেপে - প্রতি পায়ে ।
রাজা বাঁচুক , আহা রাজা, তোমার জন্যে
আমরা চলি - দূর-দুরান্ত ।
আমরা লড়ি -তোমার জন্যে -
কঠিন পথে সহজ তালে-
সহজ তো নয় কোনকিছুই
জানতে তুমি- জানি আমি।
তোমার জন্যে- বাগান জুড়ে গোলাপ ফোটাই
সকাল বিকেল জল ঢেলে যাই ফলজ তলায়-
তোমার জন্যে বুকের বাতাস হন্যে হয়ে ছোটে,
আহা রাজা, তোমার জন্যেই -
কিন্তু রাজা , তুমি যে সেই অচেনাই ।
——///////———

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৩

সেজুতি_শিপু বলেছেন: পোস্টটি বাতিল করতে পারছি না। ড্রাফট করতে চাই পারছি না। কিছু একটা সমস্যায়

২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


বাতিল/ ড্রাফট চাইছেন কেন? রাজা ঘুম থেকে উঠে গেছে?

১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৫

সেজুতি_শিপু বলেছেন: না, ভালো লাগছিলো না লেখাটি।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন:

আপনার ব্লগে ঢুকলে ছবির মত দেখতে পাবেন। তারপর যা করতে চান তাতে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেমা অনুযায়ী কাচ করুন।

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৮

সেজুতি_শিপু বলেছেন: আসলে নেট বিভ্রাটের কারনে এমনটি হচ্ছিল।
অনেক ধন্যবাদ। এই সহযোগিতামূলক মনোভাবের কাছে কৃতজ্ঞতা রইল।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ভাল করে দেখুন। খুব সহজ।

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৬

সেজুতি_শিপু বলেছেন: আসলে নেট বিভ্রাটের কারনে এমনটি হচ্ছিল। ধন্যবাদ। রাজার কবতে রইল।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: রাজার প্রভাবে লেখা ড্রাফটে নেয়া যাচ্ছে না বোধ হয়। B-) এতো বন্দনা করলে কেইবা চাইবে পোস্ট খানি ডিলিট হোক। জয় রাজার জয়। রাজা বন্দনার পোস্ট পাবে না কভু লয় । :)

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩০

সেজুতি_শিপু বলেছেন: তাই-ই হবে। রাজাকে মোছা যায়? রইলো।
অনেক ধন্যবাদ

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৫

সোহানী বলেছেন: থাক না লিখা............

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৮

সেজুতি_শিপু বলেছেন: থাক তাহলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.