নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
কিছু কথা বাকী রয়ে যাবে তবু
কিছু সুর পূর্ন হবার আগে মিলিয়ে যাবে
অনন্ত মন্দ্রধ্বনির গহ্বরে -
পাখনার মাদল বাজিয়ে তবু কালো ভ্রমর
ঘুরতেই থাকবে ভ্রান্ত পুস্পকে ঘিরে
কী চেয়েছিল , কী চাওয়ার ছিল,
কিংবা কী পাওয়া হোল না -ভাববে না একেবারে।
আমরা এভাবেই বসে রইব পাশাপাশি
কিছু শব্দ উচ্চারিত হবে অথবা হবেনা
আমরা বসে রইব পাশাপাশি-
অনেক দূরের স্মৃতি তখন তোমার চেয়েও
ঘনিষ্ঠ হয়ে আসতে চাইবে হৃদয়ের কাছাকাছি
অথচ আমি ভাববো, তুমি, তুমিই আছ পাশে
যার অপেক্ষায় অন্ধকার নেমে আসতে আসতে
থমকে যেত এক বিন্দুতে ঠায়-
তার নীচে ফসফরাসের মত জ্বলে উঠত
একটি অবয়ব জীবনের সমুদয় আকাঙ্খার॥
————-
১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৭
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৮
নীলা(Nila) বলেছেন: খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে
১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮
সেজুতি_শিপু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১২
এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা
১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।
৫| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন। সুস্থ থাকুন।
১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬
সেজুতি_শিপু বলেছেন: আবারো ধন্যবাদ। ভালো থাকুন আপনিও।সতত শুভকামনা।
৬| ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০২
অধীতি বলেছেন: অনিন্দ্য লিখেছেন।
১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৬
নীলসাধু বলেছেন: বাহ। চমৎকার।