নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
কখনও কেউ তুমুল ভীড়ে
একলা হয়ে যায়।
উথাল পাতাল ঢেউয়ে ভাসা
একরত্তি জলের ফোঁটা -
ঢেউ মিছিলে সবার সংগে-
একলা ভেসে রয়।
গায়ের সাথে গা লেগে যায়-
এমনতর দেয়াল বিহীন বাঁচা
অষ্টেপৃষ্ঠে দমবন্ধ,একরত্তি খাঁচা।
তবু যেন স্পর্শবিহীন খা- খা
জনারণ্যে শূন্য এবং একা
মধ্যরাতে অশরীরি-নুজ্ব্য আকাশ
দরজা খুলে দাঁড়িয়ে থাকে ঠায়।
ঢেউয়ের মধ্যে একফোঁটা জল
একলা ভেসে যায় ।
——-////——-
৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪১
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই জুন, ২০২২ বিকাল ৫:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪১
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪২
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ
৪| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৭
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ
৫| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: ছবি, শিরোনাম এবং কবিতা- সব মিলে গোটা প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে।
ঢেউয়ের মধ্যে একফোঁটা জল একলা ভেসে যায়... - ভাবনাটা ভারি সুন্দর! + +
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫০
সেজুতি_শিপু বলেছেন: ছবিটি আমার তোলা বোটানিক্যাল গার্ডেনের। যদিও বেকে আছে।
অনেক ধন্যবাদ আপনাকে অণুপ্রানিত করবার জন্যে।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২২ বিকাল ৪:২৭
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: ঢেউয়ের মধ্যে একফোঁটা জল ভেসে যায়...