নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

অন্তর্গত ধ্বনিসমূহ

১২ ই মে, ২০২২ রাত ৯:২৬


অনেকেই আমাকে ডেকেছিল-হেঁটে আসা
পথে , অনেকটা পথই তো পেরিয়ে এলাম-
সমুখের পথটুকুও হ্রস্ব না দীর্ঘ, উত্তাল না শান্ত,
উৎসবমুখর না বিষাদময় , কত কত আহবান
ওঁত পেতে আছে সবই তো রহস্যময়-
ক্রম প্রকাশের অপেক্ষায় অস্থির যদিও।

অনেকেই তো আমাকে ডেকেছিল ভালোবেসে-
কচি ধানের ডগায় ঢেউ তুলে ডেকেছিল হাওয়া-
আমিও ছুটতে চেয়েছিলাম ভারহীন উদ্দাম।
অলৌকিক অন্ধকারে ফণা তুলে একটি সাপ
রূপোলী পথে ডেকেছিল মদির জোছনায়-
সেদিকে পা বাড়াবার আগেই
আমাকে ডেকে নিয়েছিল শান্ত নদীটি
জোয়ার-ভাঁটার নিয়মানুবর্তী স্রোতে ।

একটি অরন্য আমাকে ডেকেছিল-
দাতাল বাতাসের অট্টহাসি প্রকম্পিত বনপথে
হারিয়ে যাবার ভয় তাড়িত হয়েও
দ্বিধাহীন ছুটে গিয়েছি অভিকাঙ্খী শিমুলের ডাকে।
অকর্ষিত একফালি সম্ভাবনা আমাকে ডেকে ডেকে
প্রার্থনা করেছিল শুশ্রুষা - অক্লান্ত শ্রমে
আমি সাজাতে চেয়েছিলাম অনবদ্য বাগান।

একটি টিমটিমে প্রদীপজ্বলা দেবালয়,
কুয়াশায় ঝরে পড়া শিউলি, দুরন্ত কালবোশেখী ,
শরতের সুনীল আকাশ, চাঁপা রঙ বিকেল,
ঐন্দ্রজালিক নিদ্রা ভেঙে শূন্য তেপান্তরে
দূরাগত কিছু অতীতচেরা কন্ঠস্বর,
একটি পাহাড়চূডা আমাকে ডাকে একাকী
পিছুটানহীন দৃঢ়তায় হেঁটে যেতে।
ধাঁধাময় সব আলো নিভে এলে-
নিবিড় অন্ধকারে দূরাগত একটি তারা
অপেক্ষার আলো জ্বেলে আমাকে ডাকে।

———-//————-

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২২ রাত ১০:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: রীতিমতো অন্তরে ধ্বনির ঝংকার। তবে শুধু ঝংকার নয় বরং নিবিড় অন্ধকারেও মিটমিটে তারা হয়ে দিশারী হয়ে উঠুক।

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:১০

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

২| ১২ ই মে, ২০২২ রাত ১০:৫৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:১১

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

৩| ১২ ই মে, ২০২২ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:১১

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ পাঠের জন্যে, মন্তব্যের জন্যে।

৪| ১২ ই মে, ২০২২ রাত ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকেই তো আমাকে ডেকেছিল ভালোবেসে-
কচি ধানের ডগায় ঢেউ তুলে ডেকেছিল হাওয়া-
আমিও ছুটতে চেয়েছিলাম ভারহীন উদ্দাম।


অসাধারন

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:১৩

সেজুতি_শিপু বলেছেন: অনেকানেক ধন্যবাদ। আপনার সোনার পাথরবাটি হতে ইচ্ছে কেন ?

৫| ১৩ ই মে, ২০২২ সকাল ৯:৪৮

বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগল।

সামনের পথে কি আছে তা আমরা কেউ জানিনা। শুধু জানি মৃত্যু আছে নিশ্চিত।
তবুও জীবন সে দিকে ধাবমান হবে।

অনেক গভীরের কবিতা।
শুভকামনা।

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:১৩

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ জানবেন।

৬| ১২ ই জুন, ২০২২ দুপুর ১২:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: একটি অরন্য আমাকে ডেকেছিল -
দাতাল বাতাসের অট্ট হাসি প্রকম্পিত বনপথে..দারুণ !

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪২

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.