নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
হ্যাগো দিদি শুভ্রবসনা প্রিয় মমতা
দিক্-দিগন্ত-অন্তর্জালে ভাসে বারতা-
তাজ্জব দুহাতে তোমার কত ক্ষমতা!
হম্বা-কম্বা-অম্বা-বুম্বা তুমি লেখো যা-
নিমেষে অপরূপ অমর এক কবিতা
মগজ আন্ধারে জ্বালে আলো তা
হুড়- হুড়, মুড়- মুড় আকাদেমি হুম্বা
তব কবিতার পথ হোক আআকাশ লম্বা।
==============
১১ ই মে, ২০২২ দুপুর ১:৩৮
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই মে, ২০২২ দুপুর ১:৩৪
বিজন রয় বলেছেন: হ্যাগো দিদি কবিতা মর্ম তো বোঝা বড় মুশকিল।
ধরে আমার মাথায় মারো দুটি কিল।
যদি খোলে বোধের খিল।
আকাশ-মেঘে এমন হম্বা লম্বা বারতা।
১১ ই মে, ২০২২ দুপুর ১:৪৫
সেজুতি_শিপু বলেছেন: সে কী! কি এমন শক্ত বোঝা কবিতা
যদি কোথায় কী ঘটছে থাকে জানা তা।
আকাদেমি পুরস্কৃত যে কবিতা
পড়লেই পরিষ্কার হবে সবই তা
৩| ১১ ই মে, ২০২২ দুপুর ২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার
১১ ই মে, ২০২২ বিকাল ৩:৫৯
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
৪| ১১ ই মে, ২০২২ দুপুর ২:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ মজার ছড়া
১১ ই মে, ২০২২ বিকাল ৪:০০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । আসল ঘটনা তো পুরাই মজা।
৫| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতায় কলকাতার ঘটনা।
১১ ই মে, ২০২২ বিকাল ৪:০০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।
৬| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:০১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: এটি ছড়া লিখেছেন নাকি কবিতা। ছড়ার মতোও হয়েছে কবিতার মতোও হয়েছে।
১১ ই মে, ২০২২ বিকাল ৪:১১
সেজুতি_শিপু বলেছেন: ঐ একটা হলেই হোলো।আমরা তো আর একাডেমি পুরস্কার পাবো না
৭| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
১২ ই মে, ২০২২ দুপুর ১:৩২
সেজুতি_শিপু বলেছেন: ভালো থাকুন আপনিও।
৮| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ঘ্যাচাং ঘুচাং এপাং ওপাং সাং
ধরাং কাটাং মারং এবং জ্বালাং
ইঁদুর গাচ্ছে গান এবং
নাচছে সুন্দরী কাক
ঘ্যাচাং ঘুচাং এপাং ওপাং সাং
আপনার কবিতা সুন্দর হয়েছে। দিদিকে আমার শুভেচ্ছা।
১২ ই মে, ২০২২ দুপুর ১:৩৫
সেজুতি_শিপু বলেছেন: বা:, দারুন হোলো। মমতাময়ীর হাত ধরে নতুন ধারা চালু হোক কবতের। আসুক নতুন যুগ।
ধন্যবাদ । শুভেচ্ছা।
৯| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: রবীন্দ্র উত্তরকালে কাব্য চর্চায় দিশারী হিসেবে বাঙালি জাতির কাছে আবির্ভূত হয়েছিলেন কবি জীবনানন্দ দাশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তারই ব্যতিক্রম ঘটিয়ে যতদূর সম্ভব সেই যুগের অবসান ঘটতে চলেছেন। ওনি সামান্য হাম্বা হাম্বা খাবার লিখে যদি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমীর ম্যাগসেসে পুরস্কার পেয়ে থাকেন তাহলে হাম্বার চেয়ে ছোট প্রাণী কাঁঠাল পাতার কাব্য কিংবা হাম্বার চেয়ে বড় প্রাণীর কাব্য লিখলে আগামী দিনে যে নোবেল পুরস্কার ধরাবাঁধা সে কথা বলার অপেক্ষা রাখে না।
আপনার কাব্যের সঙ্গে সহমত রেখে মহাকবি মমতা দিদিকে শুভেচ্ছা জানিয়েই বলছি, আগে উনার রাজনৈতিক ভক্ত ছিল লক্ষ কোটি, এবার অগণিত সাহিত্য অনুরাগী গত কয়েকদিন ওনাকে যে হারে অনুসরণ করতে চলেছেন তাতে আগামী দিনে কাব্য সাহিত্যের জগতে উনি যে একজন কিংবদন্তি হতে চলেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না। মনে রাখতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলও কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
সাথে সাথে এমন প্রতিভাধর একজন মানুষকে যথার্থ সম্মান জানানোর জন্য বাংলা একাডেমীর সভাপতি হিসেবে ব্রাত্য বসুকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই এই। ধন্যবাদ জানাই জুড়ি বোর্ডে থাকা 13 জন গণমান্য সাহিত্য বিশারদদের। যতদূর জানি যাদের মধ্যে আছেন মাথায় ব্রাত্য বসু, কবি সুবোধ সরকার, কবি শ্রীজাত, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অভীক মজুমদারদের মতো বিদগ্ধজন।
১২ ই মে, ২০২২ দুপুর ১:৪৯
সেজুতি_শিপু বলেছেন: সেই-ই। পুরাই ক্রান্তিকাল। সব গুবলেট হয়ে চলেছে। আহ্ বিদগ্ধজন!
কিংবদন্তি হতে চলেছেন -চলুক। চলতে চলতে একটা জায়গায় তো পৌছোবে। আমরা আর কদিন!
কবিতা , সাহিত্য - এগোবে বোদ্ধা পাঠকের হত ধরে। কবিতার কী থাকবে, কোথায় থাকবে, কী থাকবে না পাঠকই ঠিক করবে। এই পুরস্কার তার 'নিরলস' সাহিত্য রচনা চেষ্টার স্বীকৃতি। "relentless literary pursuit". এ পুরস্কার কী বলে, অনেক হোয়েছে, যথেষ্ট হয়েছে- এবার ক্ষেমা দ্যান? কে জানে!
অনেক ধন্যবাদ।
১০| ১১ ই মে, ২০২২ রাত ১০:১২
রেজাউল৯৬ বলেছেন: বাংলাদেশে দু বছর আগে কবি রইজ উদ্দিন নামের একজন হইচই বাধিয়ে দিয়েছিলেন স্বাধীনতা পদকের জন্য মনোনয়ন পেয়ে। ঐ বছর নাজমুন্নেসা পিয়ারি নামের একজন ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদক পান। পরে ব্যাপক সমালোচনার মুখে রইজউদ্দিনের পুরস্কার বাতিল করা হয়।
এই বছর একজন অধিকারিকের প্রয়াত পিতা স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনিত হলে আবার বিতর্ক শুরু হয়। পরে ওনাকে বাদ দেয়া হয়।
বাংলাদেশে এই আকাম গুলান আমলারা করেছে বলেই ধারণা করা হয়।
তবে পশ্চিম বাংলা আমাদের এই বার টেক্কা দিয়ে গেল।
ব্রাত্য বসুর পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন বলে আমার মনে হচ্ছে।
আপনাদের মন্ত্রী-মুখ্যমন্ত্রীরা এত সাহিত্য রসিক , আপনারা ধন্য।
১২ ই মে, ২০২২ দুপুর ১:৫৭
সেজুতি_শিপু বলেছেন: আপনাদের মন্ত্রী-মুখ্যমন্ত্রীরা এত সাহিত্য রসিক , আপনারা ধন্য - মানে কি? আমাকেও কি ওই আজব দেশের ধন্যি রাজার প্রজা ভাবছেন নাকি?
আমি এপাড়ের মানুষ যে। আমাদেরকে টেক্কা দিচ্ছেন তারা। ঐ পাড়াপাড় তো সবসময় ছিলোই - কাজেই বিচিত্র নয় আপনার ধারনা। আর চরিত্রে মৌলিক পার্থক্য যে খুব একটা আছে - তেমন ভাবারও সুযোগ কোথায়।
অনেক ধন্যবাদ।
১১| ১২ ই মে, ২০২২ রাত ৮:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কাঁচা ডাব পাকা ডাব
পাতি গাব নাতি গাব
দুই জোড়া হাঁসা-হাঁসি
ঘাস খায় লাল খাঁসি
টুং টাং টুং টাং
নানা নানি গায় গান
দিদি একদিন নোবেল পুরস্কারের জন্য মনোনীত হোন, আমি সেই আশীর্বাদ করছি।
১৬ ই মে, ২০২২ দুপুর ১২:২৩
সেজুতি_শিপু বলেছেন: আপনার আশীর্বাদ সত্যি হোক সেই প্রার্থনা করচি। কাঁচা ডাব পাকা ডাব ভালো হয়েছে।অনেক ধন্যবাদ।
১২| ১২ ই মে, ২০২২ রাত ৯:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: আগের কমেন্টের উত্তর দেখতে এসে দেখলাম সোনাবীজ ভাইয়ের মতো গুণীকবিও মহাকবি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে চমৎকার একটা টুং টাং কবিতা লিখেছেন। গতকাল আপনার পোস্টে আমি এটাই বলতে চেয়েছিলাম। আপনি যদি আগামী এক সপ্তাহে ব্লগের কবিতা সংকলন করেন তাহলে দেখবেন সেখানে বেশিরভাগ কবিতায় কবি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেই রচিত।
একটা বিষয় ভেবে খুব কষ্ট পেলাম। কবি-সাহিত্যিকদের সাহিত্য বিচরণ কোনো নির্দিষ্ট এলাকায় বা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না উনাদের সাহিত্যচর্চা দেশকালের গন্ডির ঊর্ধ্বে। সেই যুক্তিতে মুখ্যমন্ত্রী হিসেবে উনি শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও ওনার অসাধারণ কবিতা সংকলন গোটা বাঙালি জাতির জন্য। আপনি সেখানে কি করে ওনাকে "আমাদেরকে টেক্কা দিচ্ছে তারা'' বললেন বুঝলাম না। ওনার এই বিরল প্রতিভাকে দেশকালের উর্ধ্বে উঠে স্মরণ করলে দুই বাংলা আবার একাকার হতো বলে আমার মনে হয়। কবিগুরু সেই কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন।তাও আমরা সেটাকে ধরে রাখতে পারিনি। এবার কবি মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে বাঙালি জাতি আবার নোবেল পুরস্কার পেলে তখন আপনারাও দেখবেন আনন্দে আত্মহারা হয়ে উঠবেন। যাইহোক বাঙালি ঘরে আবার একখানা নোবেল আসুক সেই আশায় বুক বেঁধে আছি।
১৬ ই মে, ২০২২ দুপুর ১২:৩৬
সেজুতি_শিপু বলেছেন: না না , সাহিত্যের কোনো সীমানা প্রাচীর নেই, ঠিকই বলেছেন। তায় আবার এই সাহিত্য যে সে সাহিত্যও নয়!একেবারে রাজ সাহিত্য! কিন্তু ঐ যে রেজাউল৯৬ ভাই একটু আমাদের / তাদের বললেন- "তবে পশ্চিম বাংলা আমাদের এই বার টেক্কা দিয়ে গেল।" সে প্রসংগে বলা আর কি।
জয় হোক কাব্য-সাহিত্যের।
১৩| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
পদাতিক চৌধুরি ভাই,
আমি বাকরুদ্ধ। কথারহিত। সমুদ্রের ঢেউ।
আমি বিশ্বে মহাবিস্ময়। আমারে মাইরালাইয়েন না কেউ।
১৬ ই মে, ২০২২ দুপুর ১২:৪১
সেজুতি_শিপু বলেছেন: বিপদ আপদে ভ্য় পাই্য়েন না। কেউ আপনারে মাইরালাইতে পারবো না। এমনকি পদাতিক চৌধুরি ভাইও না। বিশ্বে মহাবিস্ময় হইয়াই বিরাজ করেন।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২২ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।