নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
মোড়ের কাছে ওই যে দেখ
চেকপোস্টটা আছে
ওইখানেতেই দাঁড়িয়ে ছিলাম-
একটু আড়াল রেখে
প্রখর রোদ, রুক্ষ ধুলোয় মিশছে শীষার গুঁড়ো,
গাড়ীর ধোঁয়া, অদর্শনেও চোখ জ্বলেছে বড় ।
তবু আমি নাছোড়বান্দা তাকিয়ে অপলকে
যদি দেখি অরূপ আলোর রং ছড়িয়ে
এই পথেই ঝলমলিয়ে তুমি যাচ্ছো হেঁটে
তড়িৎবেগে তোমার সংগে পথ ধরবো আমি।
কতজন যে পেরিয়ে গেল -
কতজনকে দেখছি ছুটে আসে
আমারও দিন ঘনিয়ে এলো,
আশার নটে মুড়ে দিয়েই
ফিরতে হবে শেষে?
=====//===
২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৪
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রাণিত করবার জন্য।
২| ২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৬
সেজুতি_শিপু বলেছেন: আপনার মূল্যায়ন জেনে খুব ভালো লাগলো । অশেষ ধন্যবাদ ।
৩| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৪
জুল ভার্ন বলেছেন: 'ফিরতে হবে'-সেটাই সত্য, তবুও না ফেরার জন্য কতইনা কসরত!
কবিতা খুব সুন্দর অর্থবোধক।
শুভ কামনা।
২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৭
সেজুতি_শিপু বলেছেন: সেটাই। অনেক ধন্যবাদ । আপনার জন্যেও শুভ কামনা।
৪| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪২
অক্পটে বলেছেন: সুন্দর কবিতা। অন্যরকম।
২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৭
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । শুভ কামনা।
৫| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪২
কালো যাদুকর বলেছেন: চলে যাওয়াই শুধু নিশ্চিত , আর সবই অনিশ্ছিত।
২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৮
সেজুতি_শিপু বলেছেন: আসলেই তাই। অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।
৬| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৭:০৭
খায়রুল আহসান বলেছেন: ছবিতে যেমন কাঠিন্যের বুক চিরে নিষ্পাপ পুষ্পের মাথা উঁচু করে একেলা দাঁড়িয়ে থাকার মধ্যে একটি অপার্থিব সৌন্দর্য প্রকাশ পেয়েছে, কবিতায়ও তেমনি ক্ষণস্থায়ী এ জীবনের প্রস্থান প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বেদনাবিধুর বেহাগের করুণ সুর বেজে উঠেছে।
চমৎকার এ কবিতাটিতে প্লাস রেখে গেলাম। + +
২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৯
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । সুন্দর পর্যবেক্ষণ এবং প্রকাশ। অনুপ্রাণিত হলাম।অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
৭| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দিন শেষে সবাইকে ফিরতে হবে তারপর আমরা অস্থিরভাবে ছুটে চলছি। অসাধারণ কবিতা।
২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৯
সেজুতি_শিপু বলেছেন: আসলেই তাই। অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।
৮| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হয়তো অভিমান, হয়তো বা অপারগতা।
২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৭
সেজুতি_শিপু বলেছেন: কিংবা নিছকই অনিচ্ছা । কত কী ই তো হতে পারে ! অনেক ধন্যবাদ ।
৯| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩২
রেজাউল৯৭ বলেছেন: অসম্ভব ভালো লেগেছে।
২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৫
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । শুভেস্তা।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক অনুভব ছোঁয়া কবি আপু ভাল থাকবেন