নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
অক্লান্ত খই ভেজে ভেজে-
ব্যাপক অর্জন কাজ শেষ হয়
আজকের মত, পাখীর ডানায়
ঢেউ ভাঙছে প্রবল-
এসো এবার আয়েশ করা যাক।
অনন্ত পথে স্থবিরতার গতি-
ছুটছে সবাই -পৌঁছে যেতে আগে
যে যার সেতু বেয়ে অপার কল্পলোকে-
কেউ দেখেনি -
সেতুটির নির্মাণ শুরু হয়নি আজও।
===============
২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৮
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৮
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৪
অক্পটে বলেছেন: নির্মাণ শেষে সেতু বেয়ে যেতে যেতে কি পেছনে ফেলে আসা সবকিছু ধুসর অদৃশ্য অথবা সাদা কালো হয়ে যাবে?
২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫১
সেজুতি_শিপু বলেছেন: কে জানে, হতেও পারে। সেতু বেয়ে তো সকলে যে যার কল্পলোকে পৌছে যাবে। সেখানে গিয়ে- পিছনের অপ্রিয় সময় কে আর মনে রাখবে সেভাবে!
অনেক ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক অনুভব প্রকাশ অনেক শুভ কামনা রইল