নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

মূকময় কাল

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৫



না, আমি কিছু বলতে আসিনি,
আমি কিছু বলি না, বলতে চাইও না-
তবে এমন নয় যে কিছু বলার নেই,
উপলব্ধ শব্দরাশির গর্জন
গগনবিদীর্ন করে দিলেও -
মেনে নিয়েছি, নপুংষক জীবনে
মূক হয়ে থাকাই ভালো-
খাঁচাবন্দী সিংহের গর্জনেও
কি কিছু আসে যায়?

অথচ দেখ, আমিও কিন্তু
স্ফুলিঙ্গ জীবন বেছে নিতে পারতাম
কিংবা অগ্নি নির্বাপক প্রবাহ ,
আমি হয়তো কারো ভগ্ন শিরদাঁড়ায়
বহতা শক্তি হতে পারতাম,
ছিন্ন বিচ্ছিন্ন টুকরোগুলো
জুড়ে দেবার রত্তি কারিগর-
নিদেন পক্ষে একটি গগনবিদারী স্লোগান,
নিদ্রিত জনপদে এক প্রভাতের
ঘুম ভাঙানিয়া গান-
একটি ১০ মাত্রার ভূমিকম্প না-হোক ,
মৃদু ঝাঁকুনির উৎস্য হতেই তো পারতাম।

কী আশ্চর্যজনকভাবে
সেসবের কিছুই হওয়া হোলো না আমার-
আমি এখন ভীষণরকম
সময়োপযোগী সারমেয়
কুন্ডলী পাকিয়ে বসেছি আয়েশী গর্তে,
একচামচ বোতলজাত উৎসাহে
প্রাত:রাশ সারা হলে-
সেজে উঠি সংয়ের তুমুল সজ্জায়
দাঁতাল হাসিতে
অন্তর্গত অন্ধকার ঢেকে ফেলে
উদ্ভাসিত করি চারপাশ॥
————///———

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২৭

জ্যাকেল বলেছেন: ছবির পাখিটার নাম কি বলতে পারবেন?

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৫

সেজুতি_শিপু বলেছেন: না:, বলতে পারবো না। আমি ভাবতাম কবুতর।

২| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৪

মাস্টারদা বলেছেন: ভাবে লাগল ভালো, শুধু অব‍্যয় গুলো ঝামেলা পাকায়ে কবিতার থেকে টেনে বের করে দিল।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৭

সেজুতি_শিপু বলেছেন: বুঝিয়ে বলবেন?

৩| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: পাখিটা কবুতর। জালালি কবুতর।

১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৫

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৭

মাস্টারদা বলেছেন: লেখক বলেছেন: বুঝিয়ে বলবেন?

প্রথম ক'লাইন পড়ে কবিতার নিহিত ভাবের আঁচটা ভালো ঠেকলো বলে পড়তে শুরু করেছিলাম। কিন্তু তবে, আর, কিংবা___অব‍্যয়গুলো যেন বারবার বলছিল "এটা কবিতা না।" কিন্তু আমি কবিতা পড়তে চেয়েছিলাম। তাই তাদেরকে বাদ দিয়ে পড়েছি।
যদিও এটা আপনার লেখা, যেখানে কিভাবে সাজবে কবিতার কথারা; তার সম্পূর্ণ অধিকার আপনার। আমি শুধু পাঠকের অধিকারের ভরে বলেছি।
বিরক্ত করে থাকলে মাফ করবেন।

১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩

সেজুতি_শিপু বলেছেন: না, ঠিক আছে। পাঠকের মতামত গুরুত্বপূর্ণ।

৫| ০২ রা মে, ২০২২ সকাল ১১:২৭

অক্পটে বলেছেন: ভালো লাগল। ভাবনাগুলোকে নিয়ে শব্দের চয়ন এবং গাথুনী মুগ্ধ করে রাখে।

১০ ই মে, ২০২২ দুপুর ২:৫২

সেজুতি_শিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.