নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

কবিতার জন্য

২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৪৯




কবিতা লিখতে চাইলে কি
পাহাড় চূড়ায় উড়াতে হয়
সাদা কাগজের কালো অক্ষরগুলো ?
কবিতা লিখতে চাইলে কি
গভীর থেকে গভীর তলদেশে
খননশ্রমিক হয়ে দমবন্ধ অন্ধকারে
নেমে যেতে হয় -
নবকুমারের মত একা?
কবিতা লিখতে চাইলে কি
কেবলই পুড়তে হয় যেন
অতিমারীকালের শবচূল্লী ?

অনেকেই তো লিখছে দেখি
অনায়াসে-
যেন শব্দগুলো সদ্য ঝরা বকুল
আঙিনার সবুজ ঘাসে লুটিয়ে রয়েছে
কুড়িয়ে নিতেই ঝাঁকবেধে হয়ে যাবে
ডানামেলা পায়রা ।
কেউ কেউ কলম ধরলেই
থরেথরে গোলাপ-
নিবের ডগায় এসে জড়ো হচ্ছে
সাড়ে সাতশো কোটি লাইক,
অমুক স্মৃতি পুরস্কার ,
তমুক এ্যওয়ার্ড,
পালকের উপরে পালক।
না, সে রঙীন পালকে আমি
আগ্রহ জমা করিনি মোটেও-
একটা কেবল
ছোট্ট কবিতা লিখতে চেয়ে
হাতড়ে ফিরছি শত্রুঘেরা মৌচাকের
সারিবাধা প্রকোষ্ঠসমূহ ।
অন্ধকারের নিস্কম্প দেবতার কাছে
মাথা কুটেছি আলোকিত
শব্দবিন্দুটির জন্যে-
পাঠ করে যাচ্ছি
পাঠ করে যাচ্ছি
অনন্ত আকাশ
এবং ইতিহাস এবং মন্দ্রিত বর্তমান।
দিনশেষে শূন্যহাতে ফিরে যাচ্ছি
ক্লিষ্ট রাতের আশ্রয়ে
আর রাত শেষ হলে
আবারও দিনের ফুটন্ত প্রস্রবনে।
এই অনাদি চক্রই যেন আমার জীবন
একটি সম্পূর্ন কবিতার প্রার্থনায়
অসম্পূর্ণ এক যাত্রা-


((((()))))((((())))))
ছবি: নেট থেকে নেওয়া

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
শুভকামনা

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:২৯

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। প্রথম মন্তব্যের জন্য ভালোবাসা জানবেন ।

২| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার ভাব আর ছন্দের মায়াজালে পাঠককে আচ্ছন্ন করে রাখতে হয়। আপনার কবিতা ভাললেগেছে।

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:২৯

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ।

৩| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিচ্ছিন্ন চিন্তা!
- ফরিদ আহমদ চৌধুরী।

একটি কারুকাজ মন্ডিত স্বপ্নের ছবি আঁকি
নি:সঙ্গ চেতনার রং তুলি দিয়ে
মানব প্রেম ভালবাসার বর্ণিল ক্যানভাসে
যেন জাগে তাতে মানবীয় সুকুমার বৃত্তি।

মৃদুবায়ে দোলে দেখি সম্পর্কের হাজার ফুল
শুভকামনার অমলিন জোছনায়,
যাতে হিংসার সাপদকুল গর্তে লুকায় চিরতরে
আনন্দের ফল্গুধারায় নাচে মন সে সুখানুভবে।

সুচিন্ত চঞ্চল চিত্ত
বার বার ফিরে আসে
স্বপ্ন ছবির ক্যানভাসে
তুলির আঁচড়ে সাজিয়ে দিতে
বিচ্ছিন্ন চিন্তাগুলো প্রকৃতির মত করে।

- আপনার দেখাদেখি আমিও লিখে ফেল্লাম কয়েক পদ্য।

২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:০৫

সেজুতি_শিপু বলেছেন: বাহ্ ! দারুন লিখলেন !

৪| ১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন! + +

আপনার কলম থেকেও-
বকুল ঝরে,
পায়রা ওড়ে,
গোলাপ হাসে
থরে বিথরে,
স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ে।

১৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৭

সেজুতি_শিপু বলেছেন: সত্যি বলছেন? আমি কেন তা দেখতে পাইনা?
অশেষ ধন্যবাদ অনুপ্রাণিত করবার জন্য।
ভালো থাকুন।

৫| ০৭ ই মে, ২০২২ রাত ৮:২৬

অক্পটে বলেছেন: আমি আসলে আপনার যে ক'টি কবিতা পড়েছি ভালো লেগেছে মুগ্ধ হয়েছি। সুন্দর কবিতা লিখেন আপনি। একটা সুন্দর মন্তব্য করার জন্য কত চেষ্টা করলাম ভাষা পেলামনা, সুন্দর শব্দ পেলামনা। আপনার আজকের এই কবিতাটি পড়ে দেখলাম আপনি অনায়াসে লিখে যেতে পারেন কত কিছু বলে দিতে পারেন মানুষের মনের গহিনে লুকিয়ে থাকা ভাবসমুহ।

০৮ ই মে, ২০২২ দুপুর ১:০২

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য। আমি কিছুতেই শান্তি পাইনা। মনে হ্য়, যা বলতে চাই তা হচ্ছে না, কিংবা নিছক কংকালের মত হয়ে যাচ্ছে। কত লেখা যে নষ্ট করে ফেলি সেই অতৃপ্তি থেকে। আপনার মন্তব্য কিছুটা হলেও আশ্বস্ত ও অনুপ্রাণিত করল।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.