নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
অন্ধকারে চোখ পেতে-
দেখে নিতে চাই, দেখা যায় যতদূর
নক্ষত্রের মত বিভ্রমময় ভবিষ্যত ।
কে-জানে-কতদূর থেকে বহুদূর
ভেসে যেতে যেতে
দমকা বাতাস ছুঁয়ে -ছেনে
অক্লেশে ছুটে যায় নির্দয় -
অন্য কোন জানালায়
অন্য কোন বিশ্রস্ত হৃদয় ছুঁয়ে দিতে।
সে কি জানে, এভাবে তুমুল নেড়ে দিলে
থিতু হয়ে জমে থাকা অধরা তৃষ্ণারা
নিদারুন জেগে ওঠে -
যেমন জেগে ওঠে মানুষ -
দুয়ারে সুনামি হানা দিলে ।
==========
২| ২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৪৭
হাবিব বলেছেন: দারুণ কবিতা।++
৩| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:১৯
জটিল ভাই বলেছেন:
কবিতার ভাব অসাধারণ
৪| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর++
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
খায়রুল আহসান বলেছেন: 'বিশ্রস্ত' কথাটার মানে কী? অনলাইন অভিধানে পেলাম না, তাই জিজ্ঞেস করছি।