নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
বাড়ী ফেরা
—————
আমার বড় বাড়ি ফিরতে ইচ্ছে করে-
সকাল, দুপুর, মধ্যরাত যে কোন সময়,
সে আমাকে টান দেয়, আত্মায় লেগে থাকা
নাটাইয়ের মত অচমকা, অসংযত।
অথচ দেখ, এই ব্যস্ত নগরে আমি দিব্বি আছি,
কর্পোরেট কালচারে মানিয়েও নিয়েছি বেশ,
অন্তর্গত হাতছানি অগ্রাহ্য করে যে কোন সকালে
অনায়াসে ঢুকে পড়ি ইঁদুর দৌড়ে।
উচ্চতম বৃক্ষদের মাথা ছাড়িয়ে -
আকাশ ছুঁয়ে নিরাপদ ছাদ গড়েছি
সেখানেও ফুটছে কতশত প্রিয় ফুল-
সন্তানের ঘ্রাণ টলমল গৃহ, প্রেম, উষ্ণতা, আলো
অথচ আমার কেবলই বাড়ি ফিরে যেতে ইচেছ করে-
সেখানে হয়তো দাঁত বের করে ভয় দেখাবে
ছিন্নভিন্ন দরজা, অভিযোগ, অনাদি অভাব
অজস্র সামাজিক অপ্রাপ্তির অসংযত তান্ডব।
তথাপি শীতল জ্যোস্নার মত নরম ভালোবাসায়
আপ্লুত হয়ে থাকবে অলৌকিক আকাশ,
প্রতীক্ষার সন্ধ্যায় শুভ্র মেঘের পাহাড়
নাম ধরে ডাক দেবে -জুড়ে দেবে পিঠে
দীর্ঘতম পালকের ডানা,
উঠোন জুড়ে সারাবেলা বেসামাল দাপাদাপি
করে বেড়াবে উদ্ভিন্ন স্বপ্নরাশি।
সেখানে পৌছে গেলে আমি নিশ্চিত জানি-
এই অবেলাতেও অন্য কোন গন্তব্যের কথা
মনে পড়বে না আর।
আমার বড় বাড়ি ফিরতে ইচ্ছে করে-
----------------------
১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১০
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা।
২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! মনের আবেগকে খুব সুন্দর করে প্রকাশ করতে পেরেছেন!
প্রবাসীদের মনে বাড়ী ফেরার এই অদম্য ইচ্ছা প্রায়শঃ অনুভূত হয়, কিন্তু তা মেটানো সম্ভব হয় না। ফলে, হাহাকার বেড়ে যায়!
কবিতায় আল লাগা + +।
১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯
সেজুতি_শিপু বলেছেন: হয়তো সবারই এমন। অনেক ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: সারাদিন পাখি ঘুরে বেড়ায়- কিন্তু ঠিক সন্ধ্যায় প্রতিটা পাখি ঘরে ফিরে।
১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১২
সেজুতি_শিপু বলেছেন: পাখীদের বাড়ী কী পূবদিকে। সব পাখী সন্ধ্যাবেলা কেবল পূব দিকে যায় - আমি দেখেছি।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১২
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
আমি সাজিদ বলেছেন: ভরাট গলায় এই কবিতাটি পড়তে চমৎকার লাগবে। বেশ ভালো লেগেছে। বিজয়ের শুভেচ্ছা।
১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৯
সেজুতি_শিপু বলেছেন: পড়ুন, প্লিজ । শুনতে ইচ্ছে করছে। অশেষ ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকেও।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৫
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন
১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২০
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩১
সুনীল সমুদ্র বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা। কবিতার অন্তর্গত ভাব মেঘের পালক এর মত মুহূর্তে হৃদয় স্পর্শ করে ফেলে !
"উচ্চতম বৃক্ষদের মাথা ছাড়িয়ে - আকাশ ছুঁয়ে নিরাপদ ছাদ গড়েছি
সেখানেও ফুটছে কতশত প্রিয় ফুল- সন্তানের ঘ্রাণ, টলমল গৃহ, প্রেম, উষ্ণতা, আলো
অথচ আমার কেবলই বাড়ি ফিরে যেতে ইচেছ করে-"
অন্তরের গভীর থেকে উঠে আসা ইচ্ছের অপার আকুতি আর অনুভবের কি দারুণ দুর্দান্ত কাব্যিক প্রকাশ !
কবিতার সমগ্র অবয়ব জুড়ে যেন কেবলই মুগ্ধতা ...! সুণিপুণ রচনা শৈলীর মনোমুগ্ধকর বহিঃপ্রকাশ !
১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৫
সেজুতি_শিপু বলেছেন: অসাধারণ সুন্দর মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ। এরকম দারুন মন্তব্য লিখতে অনুপ্রেরনা দেয় ।
আপনি কি অনেক দিন লিখছেন না ? আপনার কবিতা আমার অনেক প্রিয়। লিখুন প্লিজ।
বিজয় দিবসের শুভেচ্ছা।
৮| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৯
মিরোরডডল বলেছেন:
চমৎকার এই লেখাটি পড়ে মুগ্ধ হলাম !
২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩০
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২২
মুরাদ বেগ বলেছেন: সুন্দর