নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
শৈশবের সেই মেলার কথা মনে পড়ে-
সেই উতসব গমগম মানুষের কোলাহল,
পিঁপড়ের সারির মত মানুষগুলো হেঁটে যাচ্ছে
অলস শুয়ে থাকা নদীর কোল ঘেষে ।
রৌদ্রের ডানায় ভেসে যাওয়া ফড়িং এর মত
আমিও সে স্রোতে ,
আনন্দিত-উজ্জ্বল-সম্পদশালী ।
সম্পদশালী, কেননা, আমার পকেটে যা- খুশী-তাই
কিনে নেবার মত বাবার উপহার
অসীম ক্ষমতাধর অর্ধশত টাকা!
আর আমার চাওয়ার জগৎটাও ছিল
ততটাই ভযাবহ রকমের সীমাবদ্ধ !
তখন যা খুশি কিনে নিতে পারতাম আমি-
পুতুল- হোক সে মাটি বা প্লাস্টিকের, রঙীন বেলুন,
অমৃতের স্বাদে দানাদার, জিলিপি,
ঘ্রাণ মৌ মৌ চানাচুর, দিল বাহার, বাঁশি,
নাগরদোলার অগুনতি ঘূর্ণন,
হাতি, ঘোড়া, আমূল রাঙিয়ে দেয়া দূর্দান্ত পান
অথবা কী নয় !
অথৈ এক সক্ষমতা পকেটের ভাঁজে -
দাঁড় করিয়েছিল দোকানে দোকানে,
এটা -ওটা-সেটা উল্টে-পাল্টে
দরাদরি আর খোঁজাখুজি বিস্তর।
ফিরে আসার মুঠো ভরে কী কী এসেছিল সাথে
আজ আর মনে নেই -
মনে আছে শুধু পরিতৃপ্ত হৃদয়,
উপচে পড়া আনন্দ,
অনেক গল্প, স্মৃতি, এবং
একজোড়া পা ক্লান্ত-পরিশ্রান্ত-উত্ফুল্ল ।
আজ ভাবি, আজীবন মেলায় ঘুরে ফিরে
কাটিয়ে দিচ্ছি বেলা - হাতে গুপ্ত ক্রয়ক্ষমতাও ছিলো
বোধকরি অফুরন্ত, বিস্তর দরাদরি, খোঁজাখুজি,
কখনও কি খুঁজে পেয়েছি অভীষ্ট?
এই যে এ দোকান- সে দোকান -
থাকছে কি অবশেষে
তৃপ্ত হৃদয়, আনন্দিত চিত্ত?
না কি ফিরে যাবে
দীর্ঘ পথের ক্লান্তি নিয়ে -
কেবলই ক্লান্ত, অবসন্ন আর ক্লিষ্ট এক জোড়া পা ?
-------
১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৩
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪১
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা শুভকামনা রইলো
১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৩
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সহজ।
১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৪
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: মানুষের আকাঙ্ক্ষার কোনো সীমা নেই।আর তাই সে জীবনের দোকান হাতড়ে অনেক কিছু খুঁজে ফেরে ,কিন্তু তৃপ্ত হয় না।ভালো লেগেছে কবিতা।
১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯
সেজুতি_শিপু বলেছেন: ঠিক, মানুষের আকাঙ্ক্ষার কোনো সীমা নেই।অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৯
সাবিনা বলেছেন: খুব ভাল লাগলো। নস্টালজিক হলাম।
১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।ফেলে আসা সবকিছুতে এত ভালোবাসা থাকে কেনো? ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো স্মৃতি কবিতা