নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
আমি হয়তো কখনও কাউকে বোঝাতে পারিনি -
তাদের ঝা চকচকে পোষাক কিংবা জুতোর রং
আমাকে ঈর্ষান্বিত করেনি, থুতনির পাশে তিল
কিংবা গালে টোল ফেলা হাসি। আমার নাকের ডগা
দিয়ে অনেকেই সিঁড়ি বেয়ে উঠে যেতে তৎপর
থেকেছে , অনেকেই ছুটেছে নিরন্তর কে কার আগে
করায়ত্ত করবে সোনার হরিন , এবেলা ওবেলা
অলিগলি খুঁজে নিয়ে এসেছে কর্তিত মুন্ডু
বাস্তুশাস্ত্র মেনে ঘরের দরজায় টাঙিয়ে দিতে।
এসবের মধ্যে মিশেই থেকেছি আমি,
না , তাদের আমি ঈর্ষা করিনি কখনও-
বাস্তবিক সেগুলোর দিকে আমি কতটা তাকিয়েছিলাম
আর কতটা দেখেছিলাম বলা যাবে না ঠিক ঠিক।
আমার ঈর্ষার পাত্র আকন্ঠ পূর্ন হয়ে ছিল
অংকুরিত বৃক্ষদানা, ঝলমলিয়ে ফুটে ওঠা তারাফুল ,
গোলাপ , নদীর ঢেউয়ে ঢেউয়ে গলে মিশে যাওয়া চাঁদ।
সমুদ্রকে প্রবল ঈর্ষা করেছি আমি,
উদাসী মেঘদল, উদ্দাম বাতাস
এমনকি জাহাজের মাস্তুলটিকেও।
চিলের ডানায় যে ঘ্রানটুকু লেগে থাকে -
কেড়ে নিতে ইচ্ছে করেছে প্রবল ঈর্ষায়।
ভারাক্রান্ত গমক্ষেতে - বাতাসের বাঁশী এসে ডাক দিলে -
যেভাবে নেচেছে পড়ন্ত বিকেলের সোনরঙে
অথবা প্রবল বর্ষনে তৃপ্ত ফসলের মাঠ
ঈর্ষাকাতর আমাকে মধ্যরাতে বসিয়ে রেখেছে জানালার পাশে ।
এসমস্ত ঈর্ষাকুন্ড আমাকে এতটাই দগ্ধ করেছে যে
তোমাকে কিম্বা তাকে ঈর্ষা করার কথা মনে আসার বদলে
আমার কেমন করুনাই হয়েছে-
আহা!!
এমন বিস্ত্বত বিপুল ঐশ্বর্য্য ও সুন্দরের সমুদ্রের কিনারে -
নিজস্ব হৃদয়বিদারক ক্ষুদ্রতা ও নি:স্বতাকে দেখতে না পাবার
মত অন্ধ কার চোখ?
ভ্রান্ত অহংকারে অন্ধকার কার করুণ হৃদয় ?
আহা!!!
—————————————
১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:০৭
সেজুতি_শিপু বলেছেন: ঠিক। ধন্যবাদ !
২| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:২৬
Enigmatic jihad বলেছেন: কবিতাকে যদি ঈর্ষা করা যায়, করলাম আজ।
১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:০৯
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ,আমি কৃতার্থ হোলাম।
৩| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:০১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা
১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:১০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ! আপ্লুত হোলাম।
৪| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আহা! মরি মরি কী সুন্দর !
১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:১০
সেজুতি_শিপু বলেছেন: সত্যি ?!! ধন্যবাদ ।
৫| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১৮ ই জুলাই, ২০২০ রাত ১২:১১
সেজুতি_শিপু বলেছেন: মনোরম ধন্যবাদ।
৬| ১৮ ই জুলাই, ২০২০ ভোর ৬:৪৮
ইসিয়াক বলেছেন: মনোমুগ্ধকর।
১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৩
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০১
অক্পটে বলেছেন: একজন অস্থির মানুষকেই বোধহয় এমনভাবে ঈর্ষান্বিত হওয়া মানায়। সকল সৌন্ধর্যের অলিগলি পেরিয়ে এর রুপ রস গন্ধ যে অনুভবে মেখে নেয় ঈর্ষান্বিত হওয়া তাকেই মানায় কারণ সে সৌন্ধর্য বোঝে। লেখার সাবলিলতায় মুগ্ধ হলাম কবি।
মনে হচ্ছে আপনাকে আবিষ্কার করা হল, পড়াও হবে নিশ্চয়ই।
১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার চমত্কার মন্তব্যে আপ্লুত হোলাম । আসলেই ,সৃষ্টির যে দিকে তাকাই এত সুন্দর সবকিছু !
লেখা ভালো লেগেছে জেনে কৃতার্থ হোলাম।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চিলের ডানায় যে ঘ্রানটুকু লেগে থাকে -
কেড়ে নিতে ইচ্ছে করেছে প্রবল ঈর্ষায়।
....................................................................
ভালো কাজে ইর্ষা, প্রতিযোগিতা থাকা ভালো ।