নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
অন্তহীন হৃদয়বিদারক অজ্ঞতা
ও অভেদ্য রহস্যের দুর্বিষহ বোঝা -
কোথাও হেলান দিয়ে রাখতেই গড়ে উঠেছে বিশ্বাস,
মানুষ বিশ্বাস করে ।
মানুষকে বিশ্বাস করতে হয়।
বিশ্বাস-অসীম অলৌকিকে-
ঈশ্বর, মন্ত্র, ত্রাতা, তীর্থ ও তারকায়।
বিশ্বাস- জাগতিক ব্যবস্থাসমূহে-
রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, পরিবার, প্রেম ।
বিশ্বাস - শক্তি, বস্তুর
অনিত্য সূত্রাবলী , নিয়ম কিংবা গনিতে।
বিশ্বাসে শেষপর্যন্ত বস্তু মেলে কিনা জানিনা,
আপাত স্বস্তি মেলে, হয়তো কিছু শান্তিও ,
অন্তর্গত বিপন্নতা ঢেকে রেখে
অজানা গোলক ধাঁধাময় পথও
গভীর আত্মবিশ্বাসী পদক্ষেপে
পার করে দিতে হাত ধরে রাখে বিশ্বাস।
এরকম মিত্র কি আর আছে মানুষের?
...........
১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩
সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ।
২| ১৩ ই মে, ২০২০ দুপুর ১২:১৩
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।
১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩
সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০২০ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।