নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
একদিন ক্ষুধার্তের দরজায় খাবার হাতে
লম্বা লাইনে দাঁড়িয়ে যাবে মানুষ,
বেপাড়ার মেয়েটি বেনারসি পড়ে
অধ্যাপকের ঘর আলো করতে চলে যাবে।
একদিন মেঘেদের ঝটিকা আক্রমনে-
আমাজানের বুকের আগুন দপ করে নিভে যাবে
অস্ট্রেলিয়ার দগ্ধ বন্যপ্রানীর শোক উৎসারিত কান্না থেকে-
পরিবেশ রক্ষায় নেমে আসবে পৃথিবীর দীর্ঘতম নদী।
একদিন চন্দ্রালোকিত প্রহরে -
বিপথগামী তরুন ঘুরে দাঁড়াবে হঠাৎ-
সটান ইউটার্ন নিয়ে দৃপ্ত পায়ে ফিরে আসবে পথে।
গোলাপ মাড়িয়ে যাওয়া বুট খুলে ফেলে সেনাধিপতি
নগ্ন পায়ে সবুজের মমতাটুকু মেখে নিতে নিতে-
ঝরা পাপড়িগুলো যত্নে তুলে রাখবে বুকপকেটে।
একদিন সকালে আমরাও রওনা হবো আবার-
গন্তব্য ভুলে অলীক অন্ধকারে যে বিদিশার প্রান্তরে
প্রায় পৌছে গিয়েছিলাম- শুধরে নিয়ে চলব ফের
অনন্ত আলোর দিকে মুখ করে।
মধ্যরাতের দুঃস্বপ্নের মত অশরীরি বিভৎসতায়-
কয়েক শতাব্দী ধরে মানুষের শরীর থেকে
ধ্বস্ত মানবতার বিচ্ছিন্ন অংশগুলো
একদিন ছুটে আসবে অলৌকিক টানে-
একত্রিত হয়ে হয়ে নির্মিত হবে
মানুষের একখানা সম্পূর্ণ অবয়ব।
সেদিন চারিদিক আলো করে সহস্রবর্ণ সূর্য উঠবে
যুদ্ধ বিক্ষুব্ধ শত্রুঘেরা ক্লিষ্ট জনপদে-
সাতশ’ হাজার কোটি সাদা পায়রা উৎফুল্ল ডানা মেলবে আকাশে
সাতশ’ কোটি মানুষের শান্তির পাহাড়ায়।
--------------------
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। নিশ্চয়ই প্রভুর কাছে নামাজ পড়ে দুই হাত তুলতে হবে শান্তির জন্য। তবে সেটিই যথেষ্ট হলে পৃথিবীতে শান্তি এসে যেত এতদিনে ।
সম্ভবত আরও অনেক কিছু করনীয় আছে আমাদের।
অনেক ধন্যবাদ । শুভকামনা ।
২| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । শুভকামনা ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩১
আসোয়াদ লোদি বলেছেন: প্রত্যাশা জিইয়ে থাক শান্তির স্বপক্ষে।
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
সেজুতি_শিপু বলেছেন: প্রত্যাশা তো আমাদের মত ক্ষমতাহীন মানুষদের একমাত্র ক্ষমতা। অনেক ধন্যবাদ । শুভকামনা ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: শান্তির প্রত্যাশায় শুভকামনা +
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ও শান্তির প্রত্যাশায় শুভকামনা ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগা রইলো।
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । শুভকামনা ।
৬| ০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ভালো লেগেছে। ++
শুভকামনা জানবেন।
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০
সেজুতি_শিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । শুভকামনাও ।
৭| ০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতা
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫
সেজুতি_শিপু বলেছেন: সত্যি!
আমার লেখা আমাকে সন্তুষ্ট করে না কখনও। কেমন যেন অতৃপ্তি কষ্ট দেয়। মনে হয়, প্রতিষ্ঠিত কবিরা ছাড়াও কত মানুষ কত সুন্দর লেখেন। আমি পারি না কেন?
অনেক ধন্যবাদ আপনাকে ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি যে যার মত লিখে মনের ভাব প্রকাশ করে। আপনার মনে অনুভূতি দিয়ে যা লিখেন তাই আমার নিকট অন্তত কবিতা। আমিও আপনার মত কখনো ভাবি। মানুষ কত সুন্দর করে লিখে। এটা আসলে যে যার মত করে লিখে , যা কবিতা হয়।
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮
সেজুতি_শিপু বলেছেন: আবারও অনেক ধন্যবাদ আপনাকে ।
৯| ০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: মন্তব্যের সুন্দর উত্তর দিয়েছেন।
মানবিক বোধ জাগ্রত রাখতে হবে।
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য ব্লগে সকল লেখককে অনুপ্রাণিত করে, নিঃসন্দেহে।
১০| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৭
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৯
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
১১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৪
রানার ব্লগ বলেছেন: একদিন চন্দ্রালোকিত প্রহরে, বিপথগামী তরুন ঘুরে দাঁড়াবে
এই প্রত্যাশায় রইলাম
০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০
সেজুতি_শিপু বলেছেন: হয়তো আমরা অনেকেই এই প্রত্যাশায় । ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
প্রভুর কাছে নামাজ পড়ে দুই তুলতে হবে শান্তির জন্য।