নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
গুপ্তধনের মত আগলে রাখি আত্মায়
অনুচ্চারিত চিৎকার সমূহ,
বধির দেয়ালে কোন ফাটল
আমিও চাইনা-অন্য সকলের মত।
বিভৎসতম শকুনের তীক্ষ্ণ , ধারালাে নখর উঁচিয়ে-
প্রতারনা, ভন্ডামী, হিংসা, রিরংসা, ক্রুড়তা,
নির্যাতন, প্রবঞ্চনা, শোষন, কুপমন্ডুকতা,
ছিন্ন ভিন্ন মানবতা এবং আরও বিচ্ছিন্নতা
ঘনীভূত অন্ধকারের মত গিলে খাচ্ছে চরাচর।
উপরন্তু, ক্রমাগত অতিক্রম করছে নিজের সীমানা
নতুনতর উচ্চতা ছুঁয়ে ছুঁয়ে কোন এক মহাকালের পুস্তকে
অমোঘ মাইলফলক রচনা করবে ;
সহস্রাব্দের প্রারম্ভিক প্রহরেই।
অক্ষম ক্ষোভ, হতাশা, ক্রোধ,
বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধ-
ক্রম মিইয়ে যায়, নিস্তেজ ভেজা বারুদের স্তুপে ;
মনস্তাপও ঢুকে পড়ে সুযোগের জংগলে ,
শিড়দাঁড়ার শৈত্যপ্রবাহ ঢেকে রেখেছি পশমী কম্বলে।
এস, এখন আমরা চোখ রাখি বিজ্ঞাপনের রং এ,
ভেসে যাই প্রমোদ তরীতে,
এডভেঞ্চার খুঁজে পেতে অন্নপূর্ণা চূড়ার পথ ধরি
মৃত্যুমুখ সেখানেও খোলা; তাতে কি?
বিপন্নতার ধারাপাতেও সম্মানজনক
একক খুঁজে নিতে হয়।
তবু যেন কেউ কেউ অনুচ্চারিত চিৎকারসমূহ
কিছুটা জমা করছে গোপন অর্ন্তজালে।
নীরব প্রত্যাশার পলি জমে ওঠে অনিশ্চিত কাকে যেন ঘিরে-
সুফলা সময় এলে সে অথবা তারা
এর অর্ন্তলীন ভাষা ঠিক বুঝে নিয়ে
সোনামুখি সুঁই দিয়ে জুড়ে দেবে ছিন্নভিন্ন আকাশ জমিন,
অতঃপর নীল পর্বতের পথে পথে -
অবসন্ন পথিকের অভিকাঙ্খী দিকনির্দেশনা হবে।
-------------------
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৯
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: এতো কঠিন করে লেখেন কেন?
বুঝতে কষ্ট হয়।
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৭
সেজুতি_শিপু বলেছেন: কী বলেন, কঠিন নাকি ? আচ্ছা এরপর সহজ করে লিখবো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
ভ্রমরের ডানা বলেছেন: সময়ের সাথে সংগতিপূর্ণ কাব্য! আত্নদংশনের অনুপম প্রকাশ!
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। আত্মদংশনই সার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
৫| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৯
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা।
৬| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩২
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা।
৭| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৩
জুল ভার্ন বলেছেন: চমৎকার শব্দ আর ভাষা শৈলী!
ভালো লেগেছে।
০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।
আমার শব্দচয়ন আর ভাষা শৈলী আমার চরম অতৃপ্তির কারন। ভাবনাগুলো যখন বায়বীয় থাকে, সুন্দর থাকে- যেই লিখতে যাই কী যে তৈরী হয়!!
আর ভালো লাগে না।
নতুন বছরের শুভেচ্ছা।।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
ফয়সাল রকি বলেছেন: সুন্দর।