নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

কথা ছিল

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০


তখন সব পাখির ঘরে ফেরার সময়-
সব পাখিই কি দিনশেষে ফিরে আসে ঘরে?

বাতাবীগন্ধে ভিজে একশা’ বাতাস
এসে দাঁড়িয়েছে আমার খাঁচাভর্তি বেদনার পাশে,
আর আমি তখন পুড়ছি তোমার শীতল আগুনে।
সফেদ তৃষ্ণার গালিচা চোখের দরজা পেরিয়ে
ছড়িয়ে যাচ্ছে চারিদিকে -দুর্দান্ত মড়কের মত-
গোলাপের লাল গরল আঁজলা ভরে ধরতে ধরতেও-
গলিয়ে পড়ছে-
কথা ছিল তুমি আসবে ।

তৃষ্ণার দরজা খুলে আলতো ভালোবাসায়
নেমে পড়বে আমার রক্তের নদী- খালে
তুমুল প্লাবনে ভেসে যাবে আদিগন্ত জীবন ।
কথা ছিল তুমি আসবে - তারপর
সহস্র আলোকবর্ষ পাড়ি দিয়ে
অলৌকিক অমরার পাড়ে পৌঁছে যাবার বদলে
আমরা অনন্ত যুথবদ্ধ সংগ্রাম বেছে নেব।
————/——-/-

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০২

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ ।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৭

নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ লিখেছেন, চমৎকার কবিতা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৬

নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর :)

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৫

সুনীল সমুদ্র বলেছেন: " বাতাবীগন্ধে ভিজে একশা’ বাতাস/ এসে দাঁড়িয়েছে আমার খাঁচাভর্তি বেদনার পাশে,/ আর আমি তখন পুড়ছি তোমার শীতল আগুনে।/ .....কবিতার এ অংশটুকুতে কি অসাধারণ মোহনীয় গঠণশৈলী ! ..... আর সেই সাথে অত্যন্ত চমৎকার সার্থক উপমা সৃষ্টি পুরো কবিতা জুড়েই ! ...

"কথা ছিল তুমি আসবে । / তৃষ্ণার দরজা খুলে আলতো ভালোবাসায়/ নেমে পড়বে আমার রক্তের নদী- খালে/ তুমুল প্লাবনে ভেসে যাবে আদিগন্ত জীবন।/ ....., সত্যি ! অসাধারণ সুন্দর !



০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

সেজুতি_শিপু বলেছেন: আপনার অসাধারণ সুন্দর মন্তব্য, বিশ্লেষণ দারুন অনুপ্রানিত করে। সত্যি ! অনেক ধন্যবাদ ।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লাগলো

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.