নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

একলা ভেসে যায়

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬



কখনও কেউ তুমুল ভীড়ে
একলা হয়ে যায়।
উথাল পাতাল ঢেউয়ে ভাসা
একরত্তি জলের ফোঁটা -
ঢেউ মিছিলে সবার সংগে-
একলা ভেসে রয়।

গায়ের সাথে গা লেগে যায়-
তেমন করে বাঁচা
অষ্টেপৃষ্ঠে দমবন্ধ,
একরত্তি খাঁচা।

তবু যেন ,স্পর্শবিহীন খা- খা
জনারণ্যে শূন্য এবং একা
মধ্যরাতে অশরীরি-নুজ্ব্য আকাশ
দরজা খুলে দাঁড়িয়ে থাকে ঠায়।
ঢেউয়ের মধ্যে একফোঁটা জল
একলা ভেসে যায় ।
———

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন:

পবিত্রতা'' নামের একটি অদ্ভুত শব্দের মোড়কে হারিয়ে যায় কিংবা লুকিয়ে রয় বহু ''অবৈধ'' অনুভূতি।

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

সেজুতি_শিপু বলেছেন: বড়ই জটিল মন্তব্য। তবু ধন্যবাদ । অনেক ধন্যবাদ ।

২| ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বড়ই জটিল মন্তব্য। তবু ধন্যবাদ । অনেক ধন্যবাদ ।

ভালো থাকুন।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২২

সেজুতি_শিপু বলেছেন: ভালো থাকুন আপনিও।

৩| ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

ওমেরা বলেছেন: সবার মাঝে থেকেও কখনো কখনো নিজেকে একা খুবই একা মনে হয় । কবিতা সুন্দর হয়েছে আপু।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২০

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। মানুষ তো একাই ।

৪| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২০

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬

নুরহোসেন নুর বলেছেন: শেষের লাইনের মত অনেক ভালবাসা মিশে যায় অজানা গন্তব্যে।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২১

সেজুতি_শিপু বলেছেন: হমম ।ধন্যবাদ।

৬| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪১

নার্গিস জামান বলেছেন: আপু অনেক সুন্দর :)

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২১

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

সুনীল সমুদ্র বলেছেন: "জনারণ্যে শূন্য এবং একা.."। প্রবল ভীড়ের মধ্যে নিজের জগতে একলা হয়ে যাবার দক্ষতা কি সবার থাকে ? হয়তো কারো কারো থাকে ! ....

সুন্দর কবিতা। চলুক প্রয়াস, প্রতিনিয়ত, এমন সুন্দরের !

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০১

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । অনেক ধন্যবাদ, কবি। অনেকদিন আপনার নতুন কবিতা পড়ি না। আপনি আবার নিয়মিত লিখুন, আমরা আপনার নতুন নতুন কবিতা পাঠে মুগ্ধ হতে চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.