নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

নিজেকে এগিয়ে নিতে একটু গুছিয়ে নিন আরো

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯


কেমন যেন অস্থির সময়। আমরা ছুটছি । খুব যে বেশি ব্যস্ততা কাজের- ঠিক তেমনটি নয় সবসময়। তবু যেন কেমন অগোছালো। একটা অতৃপ্তি যেন থেকেই যায়। কীভাবে নিজেকে কিছুটা গুছিয়ে আনা যায় তা নিয়ে কিছু জানার চেষ্টা করছিলাম । দেখলাম, কিছু ছোট ছোট ব্যাপার অভ্যাস করা গেলে জীবন হয়তো আরেকটু গোছানো হতে পারে। এই অভ্যাসগুলো যে খুব কঠিন কিছু তা নয়। তবে এর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী। চেষ্টা করে দেখা যেতে পারে- কি বলেন? কিছু বিষয় এখানে শেয়ার করলাম যদি কারো উপকার হয়।

১। কিছুক্ষণ মেডিটেশন করুন প্রতিদিন , মাত্র ৫-১০ মিনিটের জন্য হলেও । এটি আপনার মনোযোগ ও ধৈর্য্য বাড়াতে সাহায্য করবে।
২। চারপাশ পরিষ্কার রাখতে প্রতিদিন কমপক্ষে ১০ মিনিট সময় ব্যয় করুন । পরিচ্ছন্ন পরিবেশ মনকে প্রসন্ন রাখে।
৩। কিছুক্ষন খালি পায়ে ঘাসের উপর হাঁটুন, মন প্রফুল্ল হবে।
৪। দৈনিক আট গ্লাস পানি ও এক গ্লাস লেবু পানি পান করুন, শরীর ক্লেদমুক্ত হবে ।
৫। ব্যয়ামের জন্য কমপক্ষে ৭ মিনিট + সময় ব্যয় করুন।
৬। প্রতিটি সকালে সুন্দর রুটিনমাফিক দিন শুরু করুন, পুরো দিনটি সুন্দর ও গোছালো হবে।
৭। ২ বার ভালো করে দাত ব্রাশ করুন, ফ্লস করুন।
৮। প্রতিদিন কিছু না কিছু দিনলিপি লিখুন ।
৯। প্রতিদিন পাঁচটি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ।
১০। বই পড়ুন। প্রতিদিন কমপক্ষে ১০ পাতা পড়ুন যা আপনার আত্মোন্নয়নে সাহায্য করবে।
১১। পরিবার ও প্রিয় মানুষদের সাথে কিছু নিবিড় সময় কাটান।
১২। কিছুক্ষন প্রানখুলে হাসুন। ভয়ের নয়, রম্য ছবি দেখুন।
১৩। খাদ্যতালিকায় ফলমূল- শাক-সবজির পরিমান বাড়ান।
১৪। চিনি, মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার পরিহার করুন।
১৫। সপ্তাহে একদিন সম্পূর্ন প্রযুক্তিহীন থাকুন।
১৬। মাসিক আয় থেকে কমপক্ষে ১০% সঞ্চয় করুন।
১৭। দিনে একবার পরিবারের সবাই মিলে আহার করুন ।
১৮। কিছুক্ষন পছন্দের গান শুনুন - গান মস্তিস্কের সেল উজ্জীবিত করে।
১৯। প্রিয়জনদের প্রয়োজন -অপ্রয়োজনে স্পর্শ করুন। স্পর্শের উপশম ক্ষমতা আছে।
২০। পরেরদিনের প্লানিংটা আগেরদিনই করে রাখুন।
২১। নিজে যেটি অর্জন করার স্বপ্ন দেখেন -সেটি অর্জনের পর আপনার অনুভূতি কেমন হবে সেটি কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়ুন।
২২। প্রতিদিন ৬-৮ ঘন্টা ঘুমান।

=========

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিন্ট আউট করে নিলাম। গুছিয়ে নেয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন আপনিও।

২| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

দেবদাস বাবু বলেছেন: দারুন

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

লীনা জািম্বল বলেছেন: সুন্দর লেখা----প্রয়োজনীয়

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

বলেছেন: ১ / ইবাদত বন্দেগি করুন।।।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

সেজুতি_শিপু বলেছেন: ঠিক , সেটিও ভালো থাকার একটি উপায়।ধন্যবাদ ।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: মেডিটেশন করতে গেলেও সমস্যা অনেক টাকা লাগে।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

সেজুতি_শিপু বলেছেন: কে বলেছে অনেক টাকা লাগে ? ঘরের এক প্রিয় জায়গায় গিয়ে বসুন নিরিবিলি। নিজের নিশ্বাসের শব্দ শুনুন । ভাবনার নড়াচড়া দেখুন । নিজের মধ্যে ডুব দিন- সেটিও তো মেডিটেশন , নয়?

৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

সাইন বোর্ড বলেছেন: অভ্যাসগুলো অব্যাহত রাখতে পারলে ভাল ।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

সেজুতি_শিপু বলেছেন: হুম্ ম। ভালো হয়। কয়েকটি হলেও তো চর্চা করতে পারি আমরা। ধন্যবাদ । ভালো থাকবেন ।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:

ব্যয়াম + খেলাধুলার জন্য কমপক্ষে ৭ মিনিট নয় - ৪০ মিনিট দরকার।
চিনি, মিষ্টি পরিহার খুব জরুরি না। চিনি পুষ্টির জন্য, দরকার আছে। তবে অতিরিক্ত না।
প্রক্রিয়াজাত খাবার দোকানের খাবার কম খাওয়া ভাল।
মেডিটেশন বা ধ্যান অপ্রয়জনীয়।
সপ্তাহে একদিন সম্পূর্ন প্রযুক্তিহীন ? মাসেও কেউ থাকবে কি না সন্দেহ।

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

সেজুতি_শিপু বলেছেন: ঠিক বলেছেন -খেলাধুলা ব্যয়ামের জন্য বেশি সময় রাখা প্রয়োজন। তাতো সম্ভব হ্য় কম, তাই বলেছি কমপক্ষে ৭ মিনিট+ ।
চিনিকে বলা হয় - white poison. যে চিনি আমাদের দরকার তা অনেক সবজি-ফলমূলেই পাওয়া যায়।তবে হ্যা, সব কিছু পরিমিত -ভালো। আমাদের পরিমিতি বোধ তো ভেসে যায়।
মেডিটেশন বা ধ্যান অপ্রয়োজনীয় নয় আসলে। আর কিছু না হোক ,অন্তত নিজের কাছে কিছুক্ষন বসার জন্য হলেও। সপ্তাহে একদিন সম্পূর্ন প্রযুক্তিহীন কেউ হয়তো থাকবে না, এমনকি মাসেও নয়। তবু যদি থাকা যেত - ভালো হত। ঢাকার বাতাস বিষমুক্ত হলে ভালো হোত, জানি হবে না, কিন্তু হলে ভালো হোত। হোত না? জানার পর সেরকম সিরিয়াস কেউ যদি চেষ্টা করে, ভালো। আমি সিরিয়াস নই- তবু মাঝে মাঝে চেষ্টা করি।
মন্তব্য ও মতামতের জন্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

৮| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

সুনীল সমুদ্র বলেছেন: সময়োপযোগি সুন্দর পরামর্শ। বায়ূ দূষণ, শব্দ দূষণ, সড়ক জ্যাম, খাদ্যে ভেজাল-এর যুগে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করতে হবে নিজেকেই ! ..... হয়তো একজনের সাথে আরেকজনের পরিকল্পনার হুবহু মিল হবে না কখনোই, তবুও সতর্কতামূলক মূল বিষয়গুলোর মাঝে মিল কিন্তু থাকবেই ..... !

জীবন আরেকটু গোছানোর জন্য উপস্থাপিত ভাবনাগুলো ভালো লাগলো। ..

১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর মন্তব্য ও মতামতের জন্য ধন্যবাদ । ভালো থাকবেন, কবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.