নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

অনি:শেষ অপেক্ষা

১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৮



মিহি মায়ার চাদর জড়িয়ে কুয়াশায়
একজোড়া অলৌকিক খেজুর গাছ-
অমৃতের কলসী হাতে-
অনাদিকাল থেকে অপেক্ষমাণ ।
সবুজ সুখের ডগায়
জ্বলজ্বল চোখে-এক বিন্দু অশ্রু
অন্তর্ধানের ঠিক আগে- অপেক্ষায় আছে।
প্রায়ান্ধকারে টুপটাপ ঝরে পড়ে
অপার্থিব গাবের কুসুম,
হাস্নাহেনার ঝোপ পেঁচিয়ে অন্ধকারে
একটি পয়মন্ত বাস্তুসাপ,
গাঁদা অরণ্যে কিশোরী জ্যোৎস্না-
নির্ঘুম বসে আছে আমার জন্যে ।

বাঁধ ভেঙে গেলে প্রবল বেগে জনপদে
ঢুকে পড়ে জলজ উচ্ছাস,
বিপদজ্জনকভাবে অপেক্ষা করে -
জ্বলন্ত দাওয়ায় অন্ধ বাউলের মত
অপরিনামদর্শী আমার জন্যে।
শৈলদহের কোল ঘেঁসে
অজানার দিকে হেঁটে যাওয়া পথ -
প্রতীক্ষায় তিতিবিরক্ত হয়ে
রোজ রাতে হানা দেয় স্বপ্নে।
হামাগুড়ি দেওয়া দেবশিশু
একটি উঠোন, ধানের মলন,
পায়ের নীচে মায়াবতী মাটি-
একটি সমাধি -
অপেক্ষা করে আমার জন্যে ।

উদ্ধত ফণা তুলে ডাকে অথৈ সাগর,
পিঙ্গল বিষাদ ভুলে ডাকে অরন্য ,
নিশ্চল পাহাড়, গুহার নির্বিঘ্নতায় ঈশ্বর -
অন্য কোন ঘ্রাণ, দীর্ঘতম সিঁড়ি,
অগ্নিদগ্ধ করতলে অনন্ত নির্বাণ
অপেক্ষায় মুহ্যমান ।

নিরাময় বোঝাই জাহাজগুলোকেও
উপেক্ষার পাহাড়চূড়ায় অপেক্ষমান রেখে
ঝাপসা চোখ মেলে আমি-
সোনামুখী সুঁই দিয়ে জোড়া দিচ্ছি
অপেক্ষায় ছিন্নভিন্ন বুকের জমিন -
বস্তুত: আমিও অপেক্ষা করছি আমার জন্য ।
_________

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৪

ক্লে ডল বলেছেন: কবিতার অভিব্যক্তি খুবই ভাল লেগেছে !

১১ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৬

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ :)

১১ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৭

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: উফ্! প্রকৃতির সমারোহে অপেক্ষার গভীরতায় মুগ্ধতা। ++
পোস্টে তৃতীয় লাইক।
শুভকামনা জানবেন।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০৪

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।শুভকামনা আপনার জন্যেও।

৪| ১০ ই জুলাই, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৪

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । অনেকদিন সামহোয়ার ইন ব্লগে আসতে পারছিলাম না। একজন বিশিস্ট ব্লগার এসে বিকল্প পথ বাতলে দিলেন। ভালো লাগছে যে এখানে আবার আসতে পেরেছি- আপনাদের অনুপ্রেরণায় লিখছি। শুভকামনা ।

৫| ১০ ই জুলাই, ২০১৯ রাত ৯:১৮

ইসিয়াক বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৪

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।ও শুভকামনা ।

৬| ১০ ই জুলাই, ২০১৯ রাত ১১:৩২

মেঘ প্রিয় বালক বলেছেন: হৃদয় ছুয়ে গেছে কবি। প্রতিটি লাইনে ছিলো ভাল লাগা।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৭

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । অনেকদিন সামহোয়ার ইন ব্লগে আসতে পারছিলাম না। একজন বিশিস্ট ব্লগার এসে বিকল্প পথ বাতলে দিলেন। এখানে আসতে পেরেই আমার হৃদয় ভরে গেছে। আপনাদের অনুপ্রেরণায় একজন অকবি আমি কবিতা লিখছি। শুভকামনা ।

৭| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৪

কালো যাদুকর বলেছেন: শেষের চার লাইন সবথেকে ভাল লেগেছে।+

১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২৩

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৮| ২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: যখন পরিচয় ছিলো একটি উঠান, বাড়ি , জনপদ তখন স্বপ্নের নিষ্ঠুরতা ডাকতো এমনই করে কবিতার সুরে।

২৮ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.