নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
বিস্তর জরুরী কাজ সারা হলে
আমরা একটি দিনের দরজায়
তালা লাগিয়ে চাবিটি ছুঁড়ে দিয়েছিলাম-
নিস্কম্প তিমিরে, প্রতিদিনের মত ।
নৈশভোজ শেষ হলে
ঠিক যেভাবে ছুঁড়ে ফেলি উচ্ছিষ্ঠ।
আলোগুলো একে একে -
নিভিয়ে দিয়েছিলাম,
কী দরকার জ্বেলে রাখার?
কে না জানে -
কী থাকবে আর- কী নিভে যাবে,
কী নিক্ষিপ্ত হবে আর -
কী তুলে রাখা হবে সোনার কৌটোয়-
সবই নির্ধারন করে-
অমোঘ ‘প্রয়োজন’ ।
প্রয়োজন - তোমার, আমার না সময়ের
স্পষ্ট করে বোঝা মুশকিল যদিও।
তোমার স্খলিত কন্ঠস্বর তখনও
বাতাসের দোলনায় ভেসেছিল-
কেননা-
আমার শ্রুতি প্রস্তুত হতে
আরও কিছুটা সময় চেয়েছিল।
সময় চেয়েছিল অভ্যস্ত শব্দাবলীর
বাইরে এসে দাঁড়িয়ে -
একটা জোর নি:শ্বাস নিয়ে
ফের ফিরে যেতে নিপুন শব্দমালায়।
যেমন পরবর্তী ডুব সাঁতারের আগে
দম নিয়ে নেয় পানকৌড়ি।
আমার ওষ্ঠ, আমার ঘ্রাণেন্দ্রীয়
আমার দৃষ্টি, আমার করতল,
আমার বৃন্ত, আমার নাভীমূল
প্রত্যেকেই কিছুটা সময় চেয়েছিল ।
সময় চেয়েছিল তৈরী হয়ে নিতে -
দগ্ধ কবিতাগুলো পাজরে লুকিয়ে
অপ্রয়োজনের অতল শূন্যতায়
নিক্ষিপ্ত হবার অমোঘ মুহূর্তে ।
-------------------------
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৩
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
২| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩২
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৩
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৪
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৩
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫১
আমি মুক্তা বলেছেন: অসাধারণ আপ্লুত অনুভূতি!