নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
কিশোরী কুড়িয়েছিল ফুল,
রাশি- রাশি, থোকা-থোকা-
হ’তে পারে ভুল-
তবু সে মালা গেঁথেছিল।
সম্মোহিত সোনালী সাগরে
সমর্পনের অলীক জোয়ার ডাক দিলে-
উদ্ভিন্ন জ্যোৎস্না ডুবে মরে-
কিশোরীও সমূল ডুবেছিল ।
এরপর অশরীরি ক্রুর অমাবশ্যা রাতে
লুন্ঠনের বিভৎসতম সুনামিতে,
কুমারী স্বপ্ন ভেসে গেছে ।
নগরের চিৎকৃত চৌরাস্তায়
ক্লিষ্ট মধ্যরাতের অন্তহীন বাঁকে-
প্রস্তরীভূত কান্না এসে শেষে
স্বাগত দেহভঙ্গীমার
নিপুন ভাস্কর্য হয়ে ওঠে ।
..............
১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০০
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা।
১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০০
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০০
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২৩
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর কবিতা...
তবে আমার প্রশংসায় খুশি হবে না। আমার কাছে সুন্দরও সুন্দর মনে হয়। আবার অসুন্দরকেও সুন্দর মনে হয়..
১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০১
সেজুতি_শিপু বলেছেন: তবু অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪২
যায্যাবর বলেছেন: দারুণ কবিতা! সামান্য কয়েকটি লাইনে কি সুন্দর একটি বিশাল উপন্যাশ রচিত। সত্যিই গুণী বটে!
দারুণ ছন্দমিল এবং শব্দচয়নে ফুটে আছে মাধুর্যতা। সঙ্গে যুক্ত শৈল্পীক ভাষ্কর্য!