নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

অন্বেষণ

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

আমায় কি সমুদ্র ডেকেছে-
উত্তাল দামামা কেন বুকে?
আমায় কি আগুন ছুঁয়েছে-
অনন্ত দহন কেন চোখে?

অলক্ষ্য কোন টানে মন কাঁদে -
তবে কি আকাশ ডেকে গেছে?
মাটি তো শক্ত করেই বাঁধে
কেউ কি শিকড় ছিঁড়ে বাঁচে?

আমার কি দুয়ার এলোমেলো-
বাউল বাতাস এসে ঢোকে?
তবে কি প্রভাত এসে গেলো-
অরুণ আলোক শিখা চোখে?

মেঘদল আমায় কি ডাক দিল-
হৃদয়ে ময়ূর কেন নাচে?
চরাচর নিস্তব্ধ হয়ে এলো-
তবে কি তুমি খুব কাছে?

আমায় কি খুঁজছে ফিরে গোলাপ
মধুপ উড়ছে কেন সুখে?
কবিতা মানেই যদি প্রলাপ
কবিরা লিখছে কোন দু:খে?

-----------------

মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: অসাধারণ! হ্যাটস অফ।

শেষ দু'লাইন নিয়ে পরে সময় পেলে কিছু বলবো হয়তো।

সমগ্র কবিতার সাথে আলোকচ্ছটা শব্দাট বেমানান লেগেছে।

অনেকদিন পর নিয়মিত হয়ে আমাদের পূর্ণ করছেন।
এটা অব্যাহত থাকুক।

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ- পাঠের জন্যে, মন্তব্যের জন্যে এবং সবচে’ বেশী পরামর্শের জন্যে।
শব্দটি পাল্টে দিলাম । কিছুটা মানানসই হল কি?

২| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

আরোহী আশা বলেছেন: অসাধারণ অভিব্যক্তি। খুব ভালো লাগলো। কবিতার জয় হোক।

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ।অনুপ্রানিত হলাম।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১

হাবিব বলেছেন: ভালো লিখেছেন।

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

বাকপ্রবাস বলেছেন: কাজের ফাঁকে ব্লগে চোখ বুলাই, সময় পাইনা কমেন্ট করার, তবে খুব ভাল লাগবে কাজ ফেলেই কমেন্ট করি, কবিতাটা ভাল লেগেছিল, কমেন্ট করতে গিয়ে দেখি বিজনদার কমেন্ট, তখন নিশ্চিত হলাম কমেন্ট করতে আসাটা সময় এর অপচয় হয়নি। কবিতাটা ভালই। খুব সুন্দর।

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ । আমিও খুব বেশী সময় দিতে পারিনা। পেশা, গৃহ ব্যস্ত এবং দখল করে রাখে। মাঝে মাঝে সুযোগ পেলে - ভালো লাগা কিছু সময় পার হয়। এখানে অনুপ্রেরনা জুটে যায়।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

জাহিদ অনিক বলেছেন:
দুর্দান্ত ! দুর্দান্ত সেজুতি_শিপু

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সেজুতি_শিপু বলেছেন: দুর্দান্ত ধন্যবাদ, জাহিদ অনিক!

৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, কবিতায় নজর কেড়েছেন সেজুতি। অরুণ হবে। ছবিটাও দারুণ নান্দনিক। কে এঁকেছেন? +++

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । অনুপ্রাণিত হলাম । ণ-ত্ব বিধান এখনও ভোগায় । ঠিক করে দিলাম।
আমি আঁকিয়ে নই - ছবিটি গুগল থেকে পাওয়া ।
ভালো থাকুন ।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন? আবার আসতে হলো জ্বালাতন করতে!

প্রথমে বলবো যে, কবিতার নামের সাথে কবিতাটি ১০০% ঠিক হয়েছে। আমার কাছে নামকরনের স্বার্থকতা অতীব জরুরী।

আমি বললাম আর আপনি শব্দটি পরিবর্তন করবেন বিষয়টি এমন নয়।
আপনি কবিতাটি যে ধারায় লিখেছেন সেখানে 'দহন' ও 'আলোকচ্ছটা' শব্দদুটি যুঁথসই নয়। এই শব্দগুলো অবশ্যই তিরিশের আগে বেশি ব্যবহৃত হতো। এমনকি বুদ্ধদেব বসুও অনেক সময় ওরকম শব্দ ব্যবহার করেননি অনেক কবিতায়। আমি বলতে চেয়েছি আপনি কবিতাটি যেহেতু এই সময়ের ধারায় লিখেছেণ তাই ওই সময়ের দু'একটি শব্দ হঠাৎ মনে খোঁচা দিয়ে দেয়, তার জন্য যে কবিতার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এমন নয়। তবে সৌন্দর্য আরো বৃদ্ধি পায় কিভাবে আমার কথাটি সেখানেই।

আলোকচ্ছটা আর আলোকশিখা একই ব্যাপার। মূল ব্যাপারটি হলো 'আলোক' শব্দটি নিয়ে। আলোক শিখা সম্ভভত 'আলোকশিখা' এভাবে একসাথে হবে।

যাহোক, আমার কথাটিকে আপনি যে সন্মান দিয়েছেন তা আমার মনে থাকবে। আমরা যারা একটু লেখার চেষ্টা করি তাদের মাঝে ভাবনার এই আদান-প্রদান অনেক উপকার করবে।

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সেজুতি_শিপু বলেছেন: ঠিক।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮

বিজন রয় বলেছেন: আর আপনার এই কবিতার শেষ দু'লাইনের ছোট্ট একটি উত্তর দিচ্ছি...................
কবিরা হলো আলোর দিব্যাক্ষরে অবতীর্ণ এক দেবশিশু, প্রিয়তার মাঙ্গলিকে গঙ্গাস্নানে পবিত্র হয়ে কবির ব্রতকথা স্বারলিপির নিষ্পাপ জলে দ্রাব্য, তাই কবিরা লিখছে কেন তার উত্তর আসলে 'প্রশ্নহীন'।

কেননা কবিরা ভালবাসতে পারে খুব দ্রুত আর ভুলে যায় অনেক দেরিতে!

বুঝেছেন মহাশয়া??

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সেজুতি_শিপু বলেছেন: বাপরে , কবিরা দেখছি দেবতার মত!!
একটু - দ্বিমত জানিয়ে রাখলাম ।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০

বিজন রয় বলেছেন: বাকপ্রবাস বলেছেন: .....কমেন্ট করতে গিয়ে দেখি বিজনদার কমেন্ট, তখন নিশ্চিত হলাম কমেন্ট করতে আসাটা সময় এর অপচয় হয়নি।

.............. ধন্যবাদ প্রিয় ছড়াকার, কবি, প্রিয় মানুষ।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

আখেনাটেন বলেছেন: শেষের লাইন কয়টি এপিক।

প্রশ্নটা এসেই যায় 'কেন এত কবি?' মহাকবি হরিদাস হতে পারি বা না পারি জীবনে অন্তত একটি কবিতা লেখার চেষ্টা করে নি এরকম বান্দা ধরাধামে পাওয়া মুশকিল না হলেও বাংলাদেশ মুশকিল অবশ্যই। :D

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।পাঠের জন্য, মন্তব্যের জন্য।
কবিতা সব বাঙালিই লেখে জীবনের কোন না কোন সময়ে , ঠিক। এই ব্লগেও অনেক কবিতা দেখা যায়।
কিন্তু কথা হল- সকলেই কবি নয়, কেউ কেউ কবি।
ভাল থাকবেন ।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

ই রহমান বলেছেন: সম্ভব সুন্দর লিখেছেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমায় কি খুঁজছে ফিরে গোলাপ
মধুপ উড়ছে কেন সুখে?
কবিতা মানেই যদি প্রলাপ
কবিরা লিখছে কোন দু:খে?

.................................................................................
ভালো কথা, আমরা কবিরা কখোনই প্রলাপ বকিনা,
চোখে থাকে দূরস্বপ্ন, মনে ভালবাসার হাকাকার,
লেখায় থাকে দৃঢ়তা, ভাষায় নিতে হয় দক্ষতা,
প্রেমিকার চাই গভীর ভালবাসা
নয়তো তীব্র ঘৃনা, অভিমান
তাহলে ই কবি জীবনের সার্থকতা ।
..................................................................................
আমি মধুপ শব্দ কোথাও পাই নাই, এটা কি নিজের সৃষ্টি ?
মাঝে মাঝে আমিও শব্দ চয়ন করতে গিয়ে বসে থাকি অনেকক্ষন ।
.....................................................................................

ভাললাগার উর্ধনৃত্য অবিরত ++

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

সেজুতি_শিপু বলেছেন: শব্দ সৃষ্টি করেন তাঁরা যাঁরা যা-ই বলেন তাই প্রণিধানযোগ্য । আমার সে সাহস বা যোগ্যতা কোথায় ।
মধুপ মোটামুটি একটা পরিচিত শব্দ বলেই জানি যার অর্থ মৌমাছি বা ভ্রমর। অভিধান খুললেই পেয়ে যাবেন ।
অনেক অনেক ধন্যবাদ পাঠের জন্যে । মন্তব্যের জন্যে । শুভকামনা ।

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মধুপ বনে কি ভ্রমর ,ভ্রমরী হারায়ে গেল ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

সেজুতি_শিপু বলেছেন: মধুপ বনে হারাতে পারলে ভালোই হ'ত । হারাতে হয় ইট-কাঠ- কংক্রিটের খাঁচায় জটিল হিসাব নিকাশের অরণ্যে । দু:খ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.