নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
তুমি কোচরে বকুল এনে
গাঁথ যদি বৃক্ষের শরীরে-
অথবা পেতে দাও ঘাসের জমিনে
সুরভিত হবে না বাগান ।
কোকিলের কন্ঠ ছিঁড়ে
ভাসে যদি রক্তগংগা গান
ইথারে নিশানা খোঁজা -
বালখিল্য নিতান্ত নাদান ।
সকাল বিকেল দগ্ধ চোখে
ঢেলে যাও চন্দনের নদী
ধূসর ভূমিকা পাঠে আমি যা বুঝেছি
বেলা শেষে চরাচরে সব রাজনীতি ।
==============
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশেষে, আমি যা বুঝেছি ভ্রান্তির গহ্বরে সব রাজনীতি ।
রাজনীতি থেকে যত দুরে থাকবেন তত ভাল,
কবিতায় ++
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । একই সাথে দুঃখিত যে লাইন দুটি আমাকে সন্তুষ্ট করতে পারছে না বলে কাঁটাছেড়ার মধ্য দিয়ে যাচ্ছে ।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।