নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১



আলোটুকু যখন তুলে দিচ্ছিলাম
তোমার বাড়িয়ে দেওয়া হাতে-
সোনার কৌটোয় কোন ব্যথা
গোপনে তুলে রেখেছিলাম কিনা
বুঝে উঠতে পারিনি ।
না ক্লান্তি, না বিষন্নতা কিংবা আশাহনন-
এসবের আর কোন মানে নেই আদতে ।

জাহাজের মাস্তুলে বসে থাকতে থাকতে
আজও চোখে পড়ে কতকি,
আগের মতই।
কেবল দেখছি না আর কিছুই - আগের মত।
যতগুলো রং মেখে নিয়েছিলাম
একে একে মুগ্ধ - আনত-
চোখের ফিল্টারে,
তীব্র গোলাপ, নবীন সবুজ,
উন্মুখ কৃষ্ণচূড়া, সোনালু স্বপ্ন।
অত:পর অপেক্ষার দরজায়-
কালো হয়ে আসা সন্ধ্যা-
ক্রমশ: সব কেমন বিভ্রমময় ।

এখন সব রং একসাথে
আচ্ছাকরে মেখে নিয়ে
ভাসিয়ে দেব সমুদ্রের নীলে।
তারপর আর কোন ঢেউয়ের জন্য
অপেক্ষা থাকবে না ,
আর কোন শঙ্খচিল গান শোনাবে না ।
তখন বুকের বা’পাশে-
বড় একটা গর্ত খুঁড়ে লুকিয়ে ফেলব সব ।
কেননা -এখন হন্তারকের উদ্যত ছুরি ছাড়া
আর যা আছে সে কেবল পশ্চাদপসারন।

—————

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে ভেতরে একটা শূন্যতা অনুভূত হয়।
শেষের চরণদুটো চমৎকার হয়েছে।
কবিতায় ভাল লাগা + +

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.