নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
তখন কেবল দৃশ্যমান ছিল চিত্রপট ।
শান্ত সূর্যোদয় পেরিয়ে ঝলসে ওঠা দুপুর ,
কানামাছি খেলা বিকেল,
পূবের দিকে ডানা মেলে
মায়াময় ঘরে ফিরে আসা সন্ধ্যা,
কখনও চাঁদ -জানালায় এসে
উঁকি-ঝুঁকি, অজ্ঞাত কথোপকথন ।
অতলান্তিকে ঢেউ ছিল
আয়েশী কিংবা উন্মাতাল -
অনুকূল ভেসে থাকা ভেঙে ফেলে
বিরুদ্ধ হাওয়া কখনও কখনও ।
অপরিমেয় আকাশের সামিয়ানা
গুটিয়ে এনে শেষে
চারদেয়াল বুনে বুনে নিপুন বাবুই
নান্দনিক ঘেরাটোপে দুলেছে দোদুল ।
এইসব খাঁচা, খুঁজে খুঁজে জড়ো করা খড় ,
ইট-কাঠ- ঘর, দেয়াল, জীবিকা
সবুজ অরন্য অথবা শস্যদানা।
পাশে পাশে রঙিন পোশাকে সেজে
বিভ্রমের মত প্রেমও ছিল যেন-
একটুকরো - বহুদূর হারিয়ে ফেলা
জোনাকির আলোর মত ।
আস্তাবলের ভেঙে পড়া দরজা থেকে
উন্মুখ চোখ মেলে দেখা যাচ্ছিল বারবার
অমলিন সোনালী স্রোতধারা -
দূরবর্তী কোন এক বাঁকে
পার হয়ে যায় তেপান্তরের মাঠ -
এধার থেকে ওধারে ।
দৃশ্যমান পথের বাইরে যা আছে-
পুরোটাই গভীর অন্ধকার ।
এমনকি জেগে থাকা -
পথ হাঁটা -
গভীর অন্ধকারে ।
পরবর্তী পদক্ষেপে কি আছে
না জেনেই পা বাড়ানো -
বিশ্বাসের অনন্ত যাত্রায় ।
সম্মোহিত। স্বপ্ন যেন ।
দূরবর্তী তারার মত । অচেনা । ক্ষুদ্র ।
হয়তো বিপুল । বিক্ষুব্ধ ।
জীবন ।
একেই জীবন বলে চিনেছিল সে।
গভীর ধুঁকতে থাকা অন্ধকারে
অলৌকিক আলো এসে-
অনন্তের দিকে ভাসিয়ে নেবার আগে।
**********
২৩ শে জুন, ২০১৮ রাত ১২:৫৯
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ!
২| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৪
নাজিম সৌরভ বলেছেন: দারুণ ! কবিতায় দার্শনিক ও নান্দনিক ভাব ফুটে উঠেছে ।
২৩ শে জুন, ২০১৮ রাত ১:০০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
৩| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৬
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ কবিতা।
২৩ শে জুন, ২০১৮ রাত ১:০০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। আমি অনুপ্রাণিত হলাম।
৪| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৬
কাইকর বলেছেন: ভাল হয়েছে কবিতা
২৩ শে জুন, ২০১৮ রাত ১:০১
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
৫| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: কবিতাটায় কোনো সমসয়া আছে। মন ছুঁতে পারলো না।
২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । আমিও অতৃপ্তিতে ভুগছি । চেষ্টা করব।ভাল থাকবেন। আন্তরিক ধন্যবাদ আবারও।
৬| ২২ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৭
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার কবিতা। লাইক দিলাম।
২৩ শে জুন, ২০১৮ রাত ১:০২
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:৩০
লাবণ্য ২ বলেছেন: চমৎকার!