নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

FROM টিভি সিরিজ রিভিউ।

১৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৭



সবাইকে সালাম দিয়ে শুরু করছি আজকের ব্লগ। বেশ অনেকদিন পর ব্লগ লিখটে বসলাম। এর মধ্যে দেশে কতো কিছু হয়ে গেলো তা সবাই ভালই জানেন। আজকে কোনো সিনেমা নিয়ে ব্লগ লিখবোনা। আজকে একটি টিভি সিরিজ নিয়ে লেখালিখি করবো। টিভি সিরিজটি যদিও শুরু হয়েছিল ২০২২ সালে কিন্তু এর সম্পর্কে আমি কিছুদিন আগে জানলাম। নেট দুনিয়ায় অনেকেই আলোচনা করছিল যে এই সিরিজটি নাকি বেশ চমৎকার। ভালো রিভিউ দেখে আমিও দেখা শুরু করলাম এবং এতোটাই চমৎকার লাগলো যে কয়েকদিনে দেখা শেষ করে ফেলেছি। সিরিজটির তৃতীয় সিজন শুরু হয়েছে কয়েক সপ্তাহ হলো।




যে সিরিজটি নিয়ে কথা বলছিলাম সেটির নাম হলো: FROM। FROM দেখার মতো একটি টিভি সিরিজ। কয়েকজন মানুষ একটি ছোট্ট শহরে আটকিয়ে যায় যেখান থেকে তার বের হতে পারেনা। শহরে রাতের বেলায় মানুষের মতো দেখতে কিছু লোকজন রাস্তাঘাটে বিচরন করে। তারা মানুষের মতো দেখতে কিন্তু তারা আসলে মানুষ নয়। তারা মানুষ খেকো রাক্ষস। ওরা বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় নক করবে, আশ্রয় চাইবে, বলবে সাহায্য করতে। যদি একবার কেউ দরজা খুলে ভুল বশত তখন তার আর রক্ষা নাই।

আপনারা চাইলে দেখতে পারেন। আমি ১০/১০ দিব এই টিভি সিরিজকে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৭

আজব লিংকন বলেছেন: From এখন দেখিনি। স্ট্রেঞ্জার থিংস টাইপ নাকি?
Swamp Thing অথবা Stranger Things এই দুইটা ওয়েব সিরিজ না দেখলে দেখতে পারেন।

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২০

রিনকু১৯৭৭ বলেছেন: Swamp Thing আমার দেখা হয়নি তবে Stranger Things দেখা হয়েছে।

From, Stranger Things এর মতো অনেকটা বলা যেতে পারে তবে আমার কাছে এই সিরিজকে the walking dead ও Lost এই দুই সিরিজের সংমিশ্রণ মনে হয়েছে। আপনি Lost দেখেছেন?

২| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০২

আজব লিংকন বলেছেন: দুইটাই ২০১০ সালের সিরিজ। নাহ দেখিনি। টোটাল তিনটা লিস্টে রাখলাম এই উইকিন্ডের দেখবো।

এই বছরের রিসেন্ট আপনার দেখা, আপনার ভালো লেগেছে এমন কিছু সিজন আমাকে সাজেষ্ট করেন না ভাই। সার্ভারে এক পালা সিজন থাইক্কা বাইছা বাইছা দেখা সময় পাচ্ছিনা। : (

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.