নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

Joselu Mato: The Unsung Hero Of The Bernabeu

২৯ শে জুন, ২০২৪ রাত ২:১৪


একটা মানুষকে কতটুকু ভালোবাসা যায়? একটা পরিবার কিংবা একটা সমাজ থেকে রাষ্ট্র? আজকের লেখার নাম,

Joselu: The Unsung Hero Of The Bernabeu

হোসেলুর অতীত,মাদ্রিদ একাডেমি ক্যারিয়ার কিংবা ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে সয়ানিশ লীগে ফিরে আসার গল্প আমরা সবাই কম বেশি ইতিমধ্যে জানা হয়ে গেছে। মাদ্রিদিস্তাদের কাছে হোসেলু একটা পাঠ্যপুস্তকের মত,যা ইতিমধ্যে পড়া শেষ। তবুও আমাদেরকে বারবার খুলে চেক করতে হয়,কারণ হোসেলু একটা পাঠ্যপুস্তক।

লোনের প্লেয়ারকে কখনো ভালোবাসতে হয়না,অতীতে এমন অসংখ্য লোনের প্লেয়ারের প্রেমে পড়ে কত ফুটবল প্রেমিকের যে হতাশায় ডুব দিতে হয়েছে তা কেবল ফুটবল প্রেমিকরাই বলতে পারবে।

২০১৪ বিশ্বকাপ জয়ী ম্যানুয়েল ন্যুয়ার,যিনি একজন কিংবদন্তী প্লেয়ার। গেলো সিজনে নানান রকমের শারিরীক জটিলতার পরেও ন্যুয়ারকে আমরা বায়ার্ন মিউনিখের গোলবারের নিচে দেখতেই অভ্যস্ত। এ যেন বায়ার্ন দূর্গের রক্ষক,শুধু কি বায়ার্ন দূর্গ? জার্মানিকে নিয়ে ইউরো ২০২৪ চলছে এই রক্ষকের। কখনো থেমে যাওয়ার পাত্র নন।

চ্যাম্পিয়ন লীগ ২০২৩/২০২৪ সীজনের সেমিফাইনালর দ্বিতীয় লীগের খেলা চলছে এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে। ডন কার্লো আনচেলত্তি স্বভাবগতভাবেই চুইংগাম চিবিয়ে যাচ্ছে। একপাশে ভিনিসিয়াস একপাশে রদ্রিগো,আমাদেরকে বল দেও,ভিনিসিয়াস একাই সব লণ্ডভণ্ড করে দিচ্ছেন,কখনো কিমিখ,কখনো ডি লিট,বাদ যায়নি কেউ,কিন্তু স্কোর আর হয়ে উঠছেনা।

ম্যাচের ৮১ মিনিটে ডেভিড আনচেলত্তি এলেন,ডন কার্লোর সাথে কথা বললেন,একটা শিস দিয়ে হোসেলুকে ওয়ার্ম আপ থেকে ডেকে নামালেন মাঠে।

তারপর ইতিহাস,মাত্র নিয় মিনিটে করে বসলেন দুটো গোল,অবিশ্বাস্য,অবিশ্বাস্য। বার্নাব্যুর গ্যালিরি থেকে ছড়িয়ে গেলো উল্লাশ সমগ্র দুনিয়া জুড়ে,ম্যাচ শেষ,ন্যুয়ার হতভম্ব। গোটা জার্মান শিবিরে নেমে আসলো হতাশা।

প্রথম গোলে ন্যুয়ার কি কখনো ভেবেছিলেন এরকম একটা গোল আসবে? এরকম অসংখ্যবার অসংখ্য গোলকীপারের হাত থেকে বল লুজ হয়,কিন্তু ন্যুয়ার কি কখনো ভেবেছিলো আচমকা হোসেলু এসে বল জালে পাঠাবে? অবিশ্বাস্য!

বার্নাব্যুর নব্বই মিনিট অনেক লম্বা সময় কিংবা রেমনটাডা মাদ্রিদ এই সমস্ত ব্যাপারগুলো মাদ্রিদিস্তার জন্য কোন রূপকথার গল্প বাস্তবায়ন হওয়ার মত বিষয় নয়,বরং এইসব নিত্যদিনেরই ঘটনা এখন। পেপ গার্দিওয়ালা,থিয়েরি অরি কিংবা সমগ্র বিশ্বের নামকরা কোচ,ক্লাব প্রেসিডেন্ট কিংবা রাষ্ট্র প্রধানরাও এইসব ব্যাপারে অভ্যস্ত। রিয়াল মাদ্রিদ সমগ্র বিশ্বের ফুটবলের রাজা,আর হোসেলু ছিলো #APorLa15 এর কিংবদন্তি সেনা।

বিখ্যাত ধারাভাষ্যকার পিটার ড্রুরি ম্যানচেস্টার সিটির সঙ্গে রিয়াল মাদ্রিদের কামব্যাকের সময় বলেছ

"Real Madrid is a miracle club, crazy things happens here. They pray for miracles and miracles arrive!Real Madrid, the team of dreams! Where has that come from?! How did that happen?!" “Bedlam! Bernabeu bedlam!”

এসপানিওল থেকে লোনে আসা হোসেলু মাতো কাতারি ক্লাবে পাড়ি জমালেন,কথিত রাইভালরা মাদ্রিদিস্তাদের সব সময় বলে থাকেন রিয়াল মাদ্রিদ তাদের ক্লাব লেজেন্ড কিংবা প্লেয়ারদের সম্মান দেন না,অথচ হোসেলোকে লোন থেকে কিনে নিলেন ২৭ তারিখে আর ২৮ তারিখে একই দামে বিক্রি করলেন কাতারি ক্লাবের কাছে। এসপানিওল থেকে যদি হোসেলুকে কাতারি ক্লাব কিনে নিতেন তবে হোসেলুর জন্য বিষয়টা কম হয়ে যেত। তাইতো হোসেলুকে প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধার জন্য নিজেরা মাদ্রিদ কিনে নিলেন এবং একই দামে বিক্রি করলেন। চাইলেই মাদ্রিদ আরো বেশি বিক্রি করতে পারতো,চাইলেই হোসেলুকে রেখে দিতে পারতো,কিন্তু মাদ্রিদ তা করেন নি। এম্বাপ্পে এন্ড্রিকের আগমনে হোসেলু যেতে চাইলে মাদ্রিদ যেতে দেন,শুধু যেতে দিয়েছেন বিষয়টা তা নয়,বরং হোসেলুর স্যালারি,সামগ্রিক সুযোগ সুবিধা নিশ্চিত করেও দিয়েছেন।

এজন্যই রিয়াল মাদ্রিদ অন্য সব ক্লাবের চেয়ে আলাদা। এজন্য রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা ক্লাব। এজন্য পিটার ড্রুরিরা কবিতাবৃত্তি করেন,ছন্দ মেলান। আশ্চর্য হয়ে পড়ে আবার বলে উঠেন,দিস ইজ রিয়াল মাদ্রিদ,এনিথিং ক্যান হ্যাপেন হেয়ার।

সব কিছুর জন্য ধন্যবাদ হোসেলু মাতো,মাদ্রিদের এক কিংবদন্তি সেনা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.