নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কোন পরিচয় নাই।

আমি রাছেল খান

বলার মত কিছু নেই

আমি রাছেল খান › বিস্তারিত পোস্টঃ

বাঙালি হিসেবে মেট্রোরেলে যা যা করবেন

১৩ ই মে, ২০২১ দুপুর ২:০৫

সুখবর, মেট্রোরেল শীগ্রই উদ্বোধন হবে।
বাঙালি হিসেবে মেট্রোরেলে যা যা করবেন।

১) যাবতীয় লিফলেট ট্রেনের গায়ে মেরে দিবেন। যেমন—
> যাবতীয় গোপন সমস্যার সমাধান
> ভোকেশনালে পরীক্ষা ছাড়াই অনার্সে ভর্তি
> মাথার টাক চুলে ঢেকে যাক
> অশ্ব, গেজ, ভগান্দর
> তান্ত্রীক কবিরাজ সামু ভাই
> লাগাইলেই ফল পাইবেন মান্ডার মালিশ
> ভর্তি চলছে, ভর্তি চলছে
> IELTS কোর্স
> বিসিএস ওরাকল।

২) কলম দিয়ে দাঁগিয়ে কালো করবেন আর আপনার মহামূল্যবান নাম ও ফোন নাম্বার অবিরাম লিখতে থাকবেন।

৩) গোল গোল রিং লাইট আছে এই লাইটগুলো দিয়ে টিকটক শুরু করে দিবেন।

৪) বিজয় দিবস, স্বাধীনতা দিবস, রাজনৈতিক দলের সম্মেলন, ২১ শে ফেব্রুয়ারী ইত্যাদি পোস্টার অবাধে মারবেন।

৫) পানের পিক ফেলবেন।

৬) সিগারেটের টুকরা ফেলবেন।

৭) চুইংগাম লাগাবেন।

৮) প্রচন্ড ধাক্কা ধাক্কি করে দরজা সিট জানালা ভেঙে ফেলবেন।

৯) কতৃপক্ষ ট্রেনের গায়ে
আগে নামতে দিন
ব্যাবহার বংশের পরিচয়
ভদ্রতা বজায় রাখুন
ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন
এসব নীতি বাক্য লেখে ভরে রাখতে পারে।

১০) ধরার হাতল আর বসার সিটগুলা নিজ উদ্যোগেই চানখারপুলে বিক্রি করে দিতে পারেন।

১১) সময় কাটানোর উপায় না ফেলে রং খুঁটে খুঁটে তুলবেন।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২১ দুপুর ২:১৬

জটিল ভাই বলেছেন: সিট কাটা-ছেড়া করা যাবেনা?

১৩ ই মে, ২০২১ দুপুর ২:২৬

আমি রাছেল খান বলেছেন: ফোম নাই। তাই উঠিয়ে চানখারপুল বিক্রি করে দিলেই ভালো। ২ দিনের ডান্ডি খাওয়ার টাকা যোগানও হইলো

২| ১৩ ই মে, ২০২১ দুপুর ২:৩০

নতুন বলেছেন: কর্তপক্ষ লিখবে যে এই ট্রেন জাতীয় সম্ভব এটাকে নিজের মতন করে রক্ষা করুন।

তাই জনগন যে যেটা পরে খুলে নিয়ে বাড়িতে নিয়ে যাবে রক্ষা করার জন্য।

৩| ১৩ ই মে, ২০২১ দুপুর ২:৫২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: জনগণ যানবাহনের বাহ্যিক সৌন্দর্যটাই শুধু নষ্ট করে। আর কিছু না। তাই সব দোষ জনগণের না। কোটি টাকা দিয়ে বিআরটিসির জন্য অশোক লেল্যান্ডের যেসব বাস কেনা হয় সেগুলোর মেয়াদকাল ৬০-৭০ বছর। সেগুলো এত তাড়াতাড়ি অকেজো হয়ে যাবার দায় জনগণের না। ডিপো থেকেই পার্টস খুলে বিক্রি করে দেয় সেখানকার লোকেরা। সেগুলো মেরামত না করে নতুন টেন্ডার দিয়ে নতুন বাস কেনা হয়। যত বেশি টেন্ডার তত বেশি টাকা। মেরামতে পকেটে টাকা ঢোকেনা বলে সেগুলো মেরামত করা হয় না। এই অকেজো, ফিটনেসবিহীন বাসগুলো পরে চলে যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টানার জন্য, অথবা প্রত্যন্ত অঞ্চলে যাত্রী টানার জন্য। মেট্রোরেলে যদি জনগণ কিছু নাও করে তারপরও নিশ্চিন্ত থাকা যাবে না। কারণ ভূতটা সর্ষের ভেতরেই। রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকবে তারা যদি পার্টস খুলে নিয়ে বিক্রি না করে তাহলে মেট্রোরেলের বগিগুলো দীর্ঘায়ু লাভ করবে।

৪| ১৩ ই মে, ২০২১ দুপুর ২:৫৬

শেরজা তপন বলেছেন: ব্লগার @ অমালের কথা ঠিক।
মেট্রোরেলের ১০ বছর পরের দৃশ্য যেন মানসপটে দেখতে পাছি। তবে সপ্ন দেখি; তেমনটা হবেনা

৫| ১৩ ই মে, ২০২১ বিকাল ৩:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অত্যন্ত সুলিখিত প্রবন্ধ!

৬| ১৩ ই মে, ২০২১ বিকাল ৩:১০

মেরুভাল্লুক বলেছেন: ট্রেন কতদিন চলবে???

৭| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

নেওয়াজ আলি বলেছেন: ০১২৩-------১১ এই নাম্বারে যোগাযোগ করুণ প্রেম করতে চাই ।

৮| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

মীর শাহেদুর রহমান বলেছেন: আমি বসে বসে স্মার্টফোনে চালাবো " ও আমার দেশের মাটি, তোমার তোরে ঠেকা....

৯| ১৪ ই মে, ২০২১ রাত ১২:১৪

রানার ব্লগ বলেছেন: ওমুক + তমুক এইটা বাদ পরে গেছিলো।

১০| ১৪ ই মে, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।

১১| ১৪ ই মে, ২০২১ রাত ৩:১৪

অনল চৌধুরী বলেছেন: এসব যারা করবে, ক্যামেরায় তাদের ছবি দেখে ধরে চাবকে সোজা করে দিতে হবে।

১৪ ই মে, ২০২১ দুপুর ২:৩৭

আমি রাছেল খান বলেছেন: বাবা মুক্তিযুদ্ধা, কিছু করতে পারবেন না

১২| ১৪ ই মে, ২০২১ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: ঈদের আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারাক।

১৪ ই মে, ২০২১ দুপুর ২:৪০

আমি রাছেল খান বলেছেন: ইদ মোবারক

১৩| ১৪ ই মে, ২০২১ দুপুর ২:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অত্যন্ত সুলিখিত প্রবন্ধ।

১৪| ১৪ ই মে, ২০২১ রাত ৯:৩৯

পঞ্চগড়ের বাসিন্দা বলেছেন: মুক্তিজুদ্ধার চেতনাধারিদের জন্য সংরক্ষিত কামরা চাই

১৫| ১৫ ই মে, ২০২১ ভোর ৬:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কর্তৃপক্ষ ট্রেনের গায়ে লেখার সময়ে বানানের বিষয়ে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে :

আঘে নামতে দ্বীন।
ভেবোহারে বংশের ফরিচয়।
বধরতা ভজায় রাখুন ।
মহিলা নির্দিষ্ট স্থানে পেলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.