নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কোন পরিচয় নাই।

আমি রাছেল খান

বলার মত কিছু নেই

আমি রাছেল খান › বিস্তারিত পোস্টঃ

বিয়েতে করেছেন এগুলো?

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:১৬

★আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে
করাতে হবে কেন? আপনি কী মরেছেন?

★ আবার আপনার বিয়ের গোসল কে ভিডিও করা হয় আপনার কি লজ্জা হয় না। আপনার মা বাবার একটু ও কি বিবেক বাদা দেয় না। যে আমার মেয়েটাকে অন্যের সামনে গোসল করাচ্ছে ও ভিডিও করছে।

★গোসলের পর মেয়েকে কোলে করে
আনতে হবে কেন? তার কি পা নেই?

★বর মুখে রুমাল দিবে কেন? লজ্জা বেশি? পুরুষ হয়ে এতই লজ্জা!
আপনাকে বিয়ে করতে কে বলেছে?

★বরকে হাত ধোয়াতে হবে কেন? সে
নিজে হাত ধোয়ে কখনো খাইনি,
নাকি প্যারালাইজড?

★মানুষকে দাওয়াত করে টাকা নেন
কেন? অভাব বেশি? তাহলে এই আয়োজনটা করতে কে বলছে?

★ছেলেকে এই দিতে হবে, সেই দিতে
হবে কেন? আরে তোমার ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাচ্ছ কেন? নাকি ছেলে বিক্রি করছ? বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে।

★নতুন বউকে পর পুরুষ কোলে নিবে
কেন? তাঁর পায়ে কী গঁজ আছে যে খোঁড়ায় হাটে!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:৩৬

মীর আবুল আল হাসিব বলেছেন: আমার বিয়ে ভাবনা একদম সিম্পল। কোন আয়োজন না করেই বিয়ে করে ফেলবো। পারলে ৫০-৬০ টা ফকির/মিসকিন খাওয়াবো।

আপনি উপরে যেগুলো উল্লেখ করেছেন তার সবই আমার কাছে আদিখ্যেতা মনে হয়।

অনেক মেয়ে আছে বিদেশে পড়াশুনা করতে যাওয়ার সময় বিমানবন্দরে একটুও কাঁদে না কিন্তু শ্বসুরবাড়ি যাওয়ায় সময় কান্না রাখে কে!!! |-) |-) এটা্ও উল্লেখ করলে ভালো হতো।

২| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: ঠিক কথাই বলেছেন।
অবশ্য এগুলো প্রাচীন ট্র্যাডিশন। আনন্দ করে করা হয়। বিয়ে তো আর আপনি প্রতিদিন করবেন না।

৩| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো এখনও গ্রামে হয়ত চালু আছে। এগুলোর একটাও আমাদের পরিবারে ঘটেনি...

৪| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।

৫| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৪৬

মা.হাসান বলেছেন: বিয়ের আগে মেয়েকে যে গোসল করানো হয়, আবার সেটর ভিডিওও করা হয় জানা ছিলো না। দু-এক খানা ভিডিওর লিংক শেয়ার করিবেন না কি? ;)

৬| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১০:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: এই সব মরার আগের সামান্য আনন্দ, মাইন্ড করে কি করবেন!

৭| ০৫ ই জুন, ২০২০ রাত ১২:৪০

নতুন বলেছেন: ফেসবুক থেকে কপি পেস্ট না করে নিজে কিছু কথা লিখুন।

কিছু আছে শুধুই আনন্দের জন্য করা। জামাইকে হাত ধোয়ানো মজার জন্য করা এখানে দোষ খুজতেছেন?

ছেলে, মেয়ের গায়ে হলুদের সময় গোসল করানো হয় সেটা কি পুরোপুরি গোসল? নাকি হলুদ দেবার পরে গায়ে পানি দিয়ে ভিজানো এবং পুরো গোসল টা গোসল খানায় করে?

★আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে
করাতে হবে কেন? আপনি কী মরেছেন?


বিয়ে করবেন নিজে গিয়ে মেয়ে নিয়ে আসবেন। এতো আয়োজন করতে হবে কেন? আপনি যদি সাথে ১ জনও নিয়ে বউ আনতে যান তবে আপনি কি মরেছেন?????

৮| ০৫ ই জুন, ২০২০ ভোর ৬:৪৮

নেওয়াজ আলি বলেছেন: আপনার কথা মানি কিন্তু তালগাছ আমার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.