নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কোন পরিচয় নাই।

আমি রাছেল খান

বলার মত কিছু নেই

আমি রাছেল খান › বিস্তারিত পোস্টঃ

কেন কোন ধর্মগ্রন্থ মুখস্থ নেই কোরআন ছাড়া?

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৪

আজ পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন ও পরিবর্ধন হয় নাই। এ যাবৎকৃত কোনো গবেষণাই কোরআনের বিকৃতির প্রমাণ করতে পারেনি।

পৃথিবীতে প্রায় ৮০ লাখ ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করেছেন।

পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ নেই যা কারো সম্পূর্ণ নির্ভুলভাবে মুখস্থ আছে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: কোরআন শুধু মুখস্ত করলে হবে না। অনুবাদ পড়তে হবে। তা বুকে ধারন করতে হবে।

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২১

আমি রাছেল খান বলেছেন: Right

২| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩২

মুহম্মদ নাজির হোসেন বলেছেন: মহাগ্রন্থ আল কুরআন। পৃথিবীর প্রতিটি মানুষের মুখস্থ থাকা উচিৎ সঠিক অনুবাদ সহ।

৩| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৩

রাশিয়া বলেছেন: শেষের লাইনটা কি জেনে বলেছেন? সোর্স? কুরআন মুখস্ত করায় যত মর্তবা ইসলাম দিয়েছে - অন্য কোন ধর্মে সেরকম কোন ব্যবস্থা নেই, তাই অন্য ধর্মীয় গ্রন্থ মুখস্তে মানুষের আগ্রহ নেই।

৪| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: দেখে দেখে অর্থসহ পড়তে চেষ্টা করি।

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১০

আমি রাছেল খান বলেছেন: Good

৫| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পড়লে-মুখস্ত করলেই শুধু হবেনা নিজের জীবনে বাস্তবায়নও করতে হবে।

৬| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৮

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন, আপ্যালের এক প্রোগ্রামার বলেছে পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন গ্রন্থই মানুষের পক্ষে সম্ভব না

৭| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২০

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন, আপ্যালের এক প্রোগ্রামার বলেছে পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন গ্রন্থই মানুষের পক্ষে মুখস্থ করা সম্ভব না।

৮| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: এটা পবিত্র কোরআনের অনবদ্য মুযিযা । একমাত্র শতভাগ বিশুদ্ধ আসমানী কিতাব।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৫

আমি রাছেল খান বলেছেন: ঠিক বলছেন

৯| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২০

নতুন বলেছেন: কোরানে হাফেজরা কি কোরানের অথ` জানে?

তাহলে তারা ৬২৩৬ আয়াত মুখস্ক করে কি লাভ হলো?

কোরান মুখস্থ করা আর ঘরে কোরানকে কাপড়ে মুড়িয়ে উপরের তাকে তুলে রাখার মাঝে খুব একটা পাথ`ক্য নাই।

কোরান নাজিলের সময়ে লেখার প্রচলন কম ছিলো। তাই রাসুল সা: নিজে লিখে রাখেন নাই। তার অনুসারীরা মুখস্থ করে রেখেছেন। সেখান থেকেই মুখস্থের প্রচলন হয়েছে। সাহাবীদের ভাষা ছিলো আরবি তাই নিজের ভাষায় তার মুখস্থ করেছেন বুঝতেও পারতেন।

কিন্তু আমাদের দেশে বা নন আরবের জন্য কোরান মুখস্থ করা বাহাদুরির কিছুই না বরং এক রকমের অনথ`ক কাজ বলেই মনে হয়্ । যেখনে কোরান বোঝা এবং মানার কথাই রাসুল সা: বলেছেন।

আর মুখস্থ করার চেস্টা করলে মানুষ অবশ্যই মুখস্থ করতে পারে। নেটে একটু খুজে দেখুন অনেকেই বাইবেল মুখস্থ করেছে। অনেক ঈহুদী রাবাই তাদের ওল্ড টেস্টিমেন্ট মুখস্থ করেছে।

ওরা মুখস্থ করাকে অনথ`ক মনে করে। তাই তারা মুখস্থ করেনা।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৪

আমি রাছেল খান বলেছেন: আপনি এত মূর্খ কেন? আপনার রিপ্লাই দেওয়াটাও আমি অনর্থক মনে করি

১০| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৫

নতুন বলেছেন: আমার কমেন্ট বুঝতে পেরেছেন তো? ঐ টুকু জ্ঞান আছে তো আপনার?

আশা করি বড় হলে জ্ঞান বৃদ্ধি পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.