নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অাপনি যদি মেডিকেলে পড়েন তাহলে কিছুদিন পর ডাক্তার হবেন। অার যদি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েন তবে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা শুধু অাপনার জন্যই বরাদ্দ। অামরা যারা অামজনতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স শেষ করি, অামাদের জন্য কোন নিদিষ্ট সেক্টর নাই। অামরা তাই স্বপ্ন দেখি, বন্ধুদের অাড্ডায় টেবিল থাপড়াতে থাপড়াতে বলি "বিসিএস অামাদের গোল "। তার পর কিছু ঝরে যাই প্রিলিতে, কিছু রিটেনে, কিছু ভাইভায়। ভাগ্যে যাদের সুপ্রসন্ন, চেষ্টা যাদের অনাবিল তাদের অনেকেই সিবিল সার্ভিস কাজ করার সুযোগ পায়। বাকিরা অাবার ব্যাংকিং নিয়ে স্বপ্ন সাজায়। প্রথমে সিনিয়র অফিসার, তা না হলে অফিসার। পরীক্ষা দিতেই থাকি, দিতেই থাকি,,,,,,। বয়স যখন প্রায় ৩০ শেয় স্বপ্ন ব্যাংক এর ক্যাশ অফিসার। তা অাবার অনেকের হয়ে উঠে না।কারন আজকাল শুধু পড়ালেখা বা মেধার জোড়েও আবার শুধু শুধু চাকুরি হয় না , সাথে লাগে মামা -চাচার হাত। আপনার/আমার মর আমজনতার যদি এই মামা-চাচা না থাকে আপনি/আমি পাব না কোন সরকারি কোন চাকুরি।এভাবে ভাবতে ভাবতে সকারি জবে বয়স ঘুনিয়ে আসে আর একসময় শেষ হয়ে যায়। সরকারি চাকরির বয়স শেষ হলে অামরা গিয়ে জয়েন করি ১০০০০/১২০০০ হাজার টাকা বেতনের কোন প্রাইভেট জবে। মনে মনে ভাবি -এমন তো কথা ছিলো না।
জীবন থেমে নেই। বয়স ৩৩/৩৪ সবাই মিলে পাত্রী খুজে, বিয়েটা হয়ে যায়। বৌ থাকে গ্রামে অার অমি/অাপনি থাকি শহরের কোন এক মেসে। বাড়িতে বালিকা বধূটি ছটফট করে কিন্তু অাপনার /অামার ছুটি মেলে না। অফিস টাইমে হটাৎ ফোন অাসে "এই সপ্তাহেও কি অাসবানা, অামার না খুব জ্বর! " ফোন পকেটে রাখার পর বসের ধমক "এইটা অফিস, ইজিলোডের এর দোকান না, এত কথা কিসের?? "। সত্যিই এমনতো কথা ছিলো না,,,,
২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪
raselabe বলেছেন: হ্যা ভাই এটা বাংলাদেশ্্্্্্,
২| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫০
আলী বলেছেন: সত্যিই এমনতো কথা ছিলো না,,,,
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৬:২৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সত্যিই তাই। এমনতো কথা ছিল না....