নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছে " শিক্ষকদের যাচাই করে নেয়ার বিষয়, তারা কতটা যোগ্য" । হ্যা আমিও মনে করি তাদের নিজেদের সক্ষমতা যাচাই করা দরকার। আমাদের অনেক শ্রদ্ধেয় স্যার আছেন যারা সত্যিই সিলেকশন গ্রেড পাওয়ার অধিকার রাখেন এবং এটা তাদের প্রাপ্য। কিন্তু এই ক্ষেত্রে তাদের যাচাই করার একটা পদ্ধতি বা মাপকাঠি থাকা প্রয়োজন। তাছাড়া আমাদের দেশে আজ অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠীত হয়েছে। এর সবাই কে যে সিলেকশন গ্রেড ঢালাও ভাবে দেয়া যায় না। জীবনে উন্নতির খাতিরে তাদের একবার পরিক্ষায় বসা দরকার। মানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছে " শিক্ষকদের যাচাই করে নেয়ার বিষয়, তারা কতটা যোগ্য" । হ্যা আমিও মনে করি তাদের নিজেদের সক্ষমতা যাচাই করা দরকার। আমাদের অনেক শ্রদ্ধেয় স্যার আছেন যারা সত্যিই সিলেকশন গ্রেড পাওয়ার অধিকার রাখেন এবং এটা তাদের প্রাপ্য। কিন্তু এই ক্ষেত্রে তাদের যাচাই করার একটা পদ্ধতি বা মাপকাঠি থাকা প্রয়োজন। তাছাড়া আমাদের দেশে আজ অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠীত হয়েছে। এর সবাই কে যে সিলেকশন গ্রেড ঢালাও ভাবে দেয়া যায় না। জীবনে উন্নতির খাতিরে তাদের একবার পরিক্ষায় বসা দরকার। মানে সিলেকশন গ্রেড পাওয়ার জন্যে পরিক্ষা দিতে হবে। আর এক্ষেত্রে নির্দিষ্ট সংখক আসন ( সিলেকশন পদ ) থাকবে। যারা যোগ্যতার পরিচয় দিবে তারাই এই সিলেকশন গ্রেড পাবে । শুধু তাদের পাবলিকেশন বা চাকুরির বয়সের ভিত্তিতে নয়। পাবলিকেশনের ক্ষেত্রেও থাকতে হবে নির্দিষ্ট জার্নাল (যার ইম্প্যাক্ট ফ্যাক্টর ও আন্তর্জাতিক ভাবে গ্রহন যোগ্যতা)। এই গ্রহন যোগ্যতার প্রমান হলেই তাদের লেকচারার থেকে ধীরে ধীরে পদন্নতি। আর সেই পদন্নতি পেলেই তারা হবে সিলেকশন গ্রেড পাওয়ার পরিক্ষা দেওয়ার যোগ্যতা, তার পরে পাবে পরিক্ষায় বসার ছাড়পত্র। সেই পরিক্ষায় থাকবে না কোন প্রকার মামা চাচা বা লবিংযের দৌড়াত্য। সকল পরিক্ষা হবে নির্দোলীয় অথ্যাত শুধু মেধার মূল্যায়ন। তবেইতো পাবে দেশ সত্যিকার যোগ্য প্রসাশনিক ব্যক্তিত্য।দিতে হবে। আর এক্ষেত্রে নির্দিষ্ট সংখক আসন ( সিলেকশন পদ ) থাকবে। যারা যোগ্যতার পরিচয় দিবে তারাই এই সিলেকশন গ্রেড পাবে । শুধু তাদের পাবলিকেশন বা চাকুরির বয়সের ভিত্তিতে নয়। পাবলিকেশনের ক্ষেত্রেও থাকতে হবে নির্দিষ্ট জার্নাল (যার ইম্প্যাক্ট ফ্যাক্টর ও আন্তর্জাতিক ভাবে গ্রহন যোগ্যতা)। এই গ্রহন যোগ্যতার প্রমান হলেই তাদের লেকচারার থেকে ধীরে ধীরে পদন্নতি। আর সেই পদন্নতি পেলেই তারা হবে সিলেকশন গ্রেড পাওয়ার পরিক্ষা দেওয়ার যোগ্যতা, তার পরে পাবে পরিক্ষায় বসার ছাড়পত্র। সেই পরিক্ষায় থাকবে না কোন প্রকার মামা চাচা বা লবিংযের দৌড়াত্য। সকল পরিক্ষা হবে নির্দোলীয় অথ্যাত শুধু মেধার মূল্যায়ন। তবেইতো পাবে দেশ সত্যিকার যোগ্য প্রসাশনিক ব্যক্তিত্য।
©somewhere in net ltd.