নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আজ থেকে আমার হুকুম প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হিসেবে নয়, ভাই হিসেবে তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। আমাদের এ স্বাধীনতা পূর্ণ হবে না যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না পায়, মা- বোন কাপড় না পায়, যুবকরা কাজ না পায়।’’ আমাদের উদ্দেশ্য করে এই কথা গুলোই বলেছিলেন বঙবন্ধু শেখ মজিবুর রহমান, ১৯৭২ সালের ১০ই জানুয়ারি। তিনি
মুক্তিবাহিনী, ছাত্রসমাজ ও সর্বস্তরের কর্মীকে মোবারকবাদ জানিয়ে আরও বলেন, ‘‘তোমরা লড়েছো, গেরিলা হয়েছো, রক্ত দিয়েছো- রক্তদান বৃথা যায় না। দেশকে স্বাধীন করেছ। আজ থেকে বাংলায় যেন চুরি ডাকাতি না হয়, অন্যায়
ও অবিচার যেন না হয়" "। আর সে সময় বাংলার মানুষুও বিশ্বাস রেখেছিল, যে বঙ্গবন্ধু দেশে নিরাপদে ফিরে না আসা পর্যন্ত বিজয় পূর্ণ হবে না। অবশেষে ১৯৭২ সালের ১০ জানুয়ারি
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিজয় পরিপূর্ণতা লাভ করেছে। স্বদেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হন বাঙালি জাতির মুক্তির
সংগ্রামের এই মহানায়ক। তিনি স্বাধীনতাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদাত্ত আহবান জানিয়ে ছিলেন। বঙ্গবন্ধু দেশে ফিরে এসে সম্পূর্ণ এক বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেন। তৃন মূল পর্যায় থেকে
তিনি দেশকে গোছানোর কাজে নেমে পরেছলেন। তিনি কোন রাজনৈতিক স্বার্থে বা কোন ক্ষমতায় বসার উদ্দেশ্যে দেশকে নিয়ে ভাবেন নি। তিনি ভেবেছিলেন, যুদ্ধবিদ্ধস্ত, সদ্দ জন্ম নেয়া
বাংলার উন্নতির কথা। তার কাছে ছিল না কোন দল বা মত, তিনি ছিলেন বাঙালীর। তার স্বপ্ন ছিল সুখি, সমৃদ্ধ বাংলাদেশ।
কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা তাদের সকল বাণী ও জীবনাদর্শ ভুলতে বসেছি ( একদম ভুলেই গেছি)। যদি তা না হতো
তবে, বাঙালী জাতীর এই শ্রেষ্ঠ সন্তানকে অকালে প্রাণ দিতে হতো না। আমার ভাষায় "" শেখ মুজিব; সে সময় পুরো
বাংলাদেশেরই সমর্থক শব্দ হয়ে গিয়েছিল। জীবন দিয়ে প্রমাণ করলেন, "হত্যা কখনো সমাধান না।"
আজ অবধি তার চেতনা বহন কারি সংগঠনবাংলাদেশ আওয়ামী লীগ। তারাও মনে হয় সব কিছু ভুলতে বসেছে। কারন এই দিনে
তারা শুধু মাত্র কিছু কর্মসূচি ঘোষনা ও পালন করে। এর বেশি কিছু মনে হয় তাদের মনে পরে না। আজ তারা ক্ষমতা ধরে বসে
আছে, দেশকে নিয়ে ভাবার সময় তাদের হাতে নাই। হ্যা দেশের কিছুড়া যে উন্নতি হচ্ছে না তা নয়। তবে বঙবন্ধুর স্বপ্নে দেখা বাংলাদেশ তারা গড়তে পারেনি। যে দেশে থাকবে না, অন্যায়,
ক্ষুধা, দুর্নীতি, অনিয়ম। যে দেশের সকল যুুবক ছেলে মেয়ে, দেশ গঠনের অংশীদার হবে (সবার কর্মসংস্থান হবে নিিশ্চিত) । কিন্তু কোথায় সেই স্বপ্নের বাংলাদেশ??? কোথায় দুর্নীতি মুক্ত
সমাজ?? কোথায় আমাদের আর্থিক নিরাপত্তা? আরও কত কাল অপেক্ষা করতে হবে স্বপ্নের বাংলাদেশের জন্যে ????
©somewhere in net ltd.