নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মাঝে আজ এমন এক কনফিউশন কাজ করে যে, আমরা না পারি সম্পন্ন ধর্মভিত্তিক চিন্তা না মুক্তচিন্তা। আমরা কোন তত্বকেই মনে প্রাণে বিশাস করি না। আমাদের মাঝে আছে একটু আধিটু ধর্মীও চিন্তা আর একটু আধুনিকতা। না করি ধর্ম কর্ম না করি অন্য চিন্তা।
ধরুন একজন অল্প ধার্মিকী বা আধুনিকতাবাদী যুবক। যে ভাল ভাবে না মানি ধর্মের নিয়ম নীতি। আমরা একাধারে সানি থেকে শুরু করে দিপিকা আবার পাচ ওয়াক্ত নামাজের পনে চার ওয়াক্ত। আর বলি আমি তো ভাল কাজ করতেছি। একটু আধটু অন্য কাজ করলে কিছুই হবে না। ভাল আর মন্দে কাটাকাটি। অল ইকুয়াল জিরো।
আমরা সব দিকথেকেই মধ্যবিত্ত শ্রেণী ভুক্ত। কোথাও কোন নাস্তিক ( যাকে আমরা ব্লগার বলি বা মুক্ত চিন্তার ব্যাক্তি) উপর হামলা হলে বলি সে ধর্ম নিয়ে খুব বেশী বারাবারি করতেছি।
আরার কোন ধার্মিক ব্যাক্তির সম্পর্কে বলি সে মোলবাদী। তার এটাও বারাবারি প্রকারের ছিল। মোট কথা, কোন বিশ্বাসেই মনে প্রাণে বিশ্বাসী না(মধ্যবিত্ত).।
আমরা এমন যে
শ্রম + প্রাথনা = শস্য,
শ্রম = শস্য,
সুতরাং, প্রাথনা = শূন্য,
সুতরাং এথেকে বলতে পারি, সারাদিন প্রাথনা করলেও এক দানা ধান ফলাতে পারবো না। তাই বলতে হয় শ্রমই সকল কিছুর চাবিকাঠি।
এই সমীকরণ আমাদের বিশ্বাস হয় না। আরার যদি বলি
শ্রম + প্রাথনা = শস্য,
প্রাথনা = শস্য,
সুতরাং শ্রম= ০
তখন বলি শ্রম কখনো বিফলে যায় না। পরিশ্রম করলে এক দিন না একদিন ফল পাবেই।
তাহলে দাড়ালো আমারা আসলেই মধ্যবিত্ত শ্রেণী ভুক্ত। কিন্তু আমরা এই মধ্যবিত্ত শ্রেণীভুক্তি হতে নারাজ। তাহলে আমরা কোন শ্রেণী ভুক্ত ??
তাই আমি বলবো আমরা সুবিধাবাদী, এককথায় সুবিধা ভোগীর শ্রেণী ভুক্ত। তাই নয় কি??????
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৩
বাতিওয়ালা বলেছেন: 'মুক্ত চিন্তার' কোন স্থান ধর্মে নেই। *(এটা আমার মনে হয়)। আপনি কিভাবে চিন্তা করবেন,কনটা নিয়ে চিন্তা করা যাবে বা যাবে না, কিছু বাধ্যবাধকতা ধর্মে রয়েছে।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০১
দধীচি বলেছেন: বাংলার ফেসবুক ব্লগারটারে উশটা দিয়া ডিম থেরাপি মারা লাগবে, হালায় সব পোস্টে ঘুরে ঘুরে সবাইরে ওর আইডিতে ডাকে
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৪
যাযাবরমন বলেছেন: প্রশ্নটা উল্টো হয়ে গেলো না?
ধরুন আপনাকে প্রশ্ন করা হল, আছে না নাই? আপনি চোখ বন্ধ করে বলে দিলেন নাই॥ এখন আপনাকে আর কী বলার থাকতে পারে?
অপরদিকে আছে বললে আরও কত কত প্রশ্ন, কে ? কেমন ? কিরকম? কি করতে পারে ? কি পারেনা ? এরকম হাজার প্রশ্ন?
তাহলে কোনটা মুক্তচিন্তা, বদ্ধ না নাকি উন্মুক্ত হ্যা?
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: মুক্তচিন্তার সজ্ঞা কি?আর ধর্মের সজ্ঞা কি ?
অধিকাংশ মানুষ জানেনা
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৯
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল।আপনার আসার অপেক্ষায় রইলাম কিন্ত। ধন্যবাদ।