নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশান্ত বাশিওলা

raselabe

তাই মনে হয় আমি বড় স্বার্থপর।

raselabe › বিস্তারিত পোস্টঃ

এক জন স্বাধারন ছাত্রের চেতন,,,,,,

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

উপমহাদেশে ছাত্র রাজনীতির ইতিহাস পুরনো এবং সময়ের প্রয়োজনেই এই রাজনীতির উদ্ভব ও বিকাশ ঘটেছিল। বাংলাদেশ
স্বাধীন হওয়ার পেছনে ছাত্র রাজনীতির ভূমিকা ছিল যা প্রশংসিত হয়েছে। স্বাধীনতা উত্তর ছাত্র রাজনীতির ধারা এক নতুনদিকে মোড় নিতে শুরু করেছিল। যার ফলশ্রুতিতে এক অপরাজনীতির শাখা বিস্তার লাভ করেছে। আমাদের দেশে ছাত্র
রাজনীতি বলতে মূলত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আধিপত্য বিস্তারের রাজনীতিকে বোঝায় যা যুব সমাজকে কলুষিত করেছে। যেখানে নতুন নেতৃত্বের গুণাবলী দেখে তরুণরা উদ্বুদ্ধ হবে সেখানে বিপরীত চিত্র লক্ষ করা যাচ্ছে। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র কখনও ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করতে ইচ্ছাবোধ করেন না। অথচ আমাদের ইতিহাস ভিন্ন কথা বলে। বাংলায় ছাত্র রাজনীতি যারা সূচনা করেছিলেন তারা সবাই ছিলেন মেধাবী এবং সুচরিত্রের অধিকারী। তারা
কখনও লাভের আশায় রাজনীতিতে আসেন নাই। এযুগের ছাত্র রাজনৈতিকরা নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। আর এই লালসা তাদেরকে নৈতিক স্থলন
থেকে শুরু করে আরাজকতা, হল দখল, ক্যান্টিন দখল, ফ্রি
খাওয়া-দাওয়া, খুন, বিরোধীপক্ষকে হেনস্থা বা ক্যাম্পাস থেকে বিতাড়িত করা ইত্যাদি নানাবিধ অপকর্মের দিকে ধাবিত করে। এই কু-রাজনীতির প্রভাবে ভবিষ্যতে যখন তারা জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন তখন দলীয় লেজুড়বৃত্তিতে জড়িয়ে পড়েন এবং
নিজেদেরকে নির্দিষ্ট গণ্ডির বাহিরে নিয়ে যেতে পারেন না।
রাজনৈতিক দলগুলো নিজস্ব দলীয় স্বার্থে ছাত্র
রাজনীতিকে জিইয়ে রেখেছে। একটি বিশ্ববিদ্যালয়ে তাদের
উপস্থিতি কেন্দ্রিয় রাজনীতির কথা জানান
দিয়ে যায়। অনেক সময় শিক্ষকরা দলীয়/ নিজস্ব স্বার্থে ছাত্রদের ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে ছাত্রদের মনোবল চাঙ্গা থাকে এবং যেকোনো অপকর্ম করতে দ্বিধাবোধ করেন না। আমরা অনেক বিজাতীয় সংস্কৃতিকে মডেল।

আজ তাই মেধাবী ছাত্ররা রাজনীতি না করে স্বাধারন ভাবেই ছাত্র জীবন শেষ করছে। তাতে কি যারা ভাল করছে তাদেরকেই তো ভাল জায়গায় স্থান দিতে হবে। তাদের মধ্যে থেকেই উঠে আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটাই হওয়া সমীচীন। তাই নয় কি ? কিন্তু তা হচ্ছে না। ওই মেধাবী ছাত্র কে নেয়া হচ্ছে নআ। কারন সে ছাত্রাবস্থায় রাজনীতি করনি। তাই বলে কই তা মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই। আছে সেও মক্তিযুদ্ধকে মনে প্রাণে ভালবাসে আর ঘৃণা করে মনে প্রাণে। সেও স্বপ্ন বনে মুক্তিযুদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ। তারও ইচ্ছে সে সোনার বাংলা গড়বে। আর হবে রাজাকার মুক্ত সোনার বাংলার আদর্শ সৈনিক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: রাজনীতির গ্যাঁড়াকলে সবাই আমরা, ছাত্র থেকে চন্ডাল, পাত্র, পাবলিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.