নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশান্ত বাশিওলা

raselabe

তাই মনে হয় আমি বড় স্বার্থপর।

raselabe › বিস্তারিত পোস্টঃ

কে মেধাবী আর কে নয় জানতে ইচ্ছে করে ?????

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০০

মেধাবী কে? মেধা কোথায় থাকে?
মেধা দিয়ে কি করা হয়?? মেধাবীর
মেধা বিবেচনায় সম্ভবত আমরাই অনেক
একরোখা!
একজন কৃষক কি মেধাবী নয়? কৃষক তো
তাঁর প্রচলিত জ্ঞান দিয়ে একজন কৃষি
কর্মকর্তার চেয়ে ভালো কর্মদক্ষতা
দেখায়। সমুদ্রে তটে সংগ্রামী
মানুষগুলোর মেধা একজন বিজ্ঞ
আবহাওয়াবিদের চেয়ে কম নয়।বরং একটু
বেশী।এক বিদেশীকে একবার
দেখছিলাম রাস্তায় দাড়িয়ে
আমাদের রাস্তায় চলমান রিক্সা
গুলোর গতি,ওভার ট্যাকিং অবাক হয়ে
দেখছিলেন। উনি বলেছিলেন এই
দেশের রিক্সা চালকেরা পৃথিবীর
অষ্টমাচার্য হতে পারে। মেধা,মন আর
ধৈর্য্যের সমন্বয় না হলে সর্বনিম্ন
দুর্ঘটনাতে আমাদের মেধাবী
রিক্সাওয়ালারা রিক্সা চালায়
কিভাবে? আমাদের মূল্যায়নটা সম্ভবত
একমূখী।ডাক্তার, ইন্জিনিয়ার, সরকারি
বড় কর্মকর্তা এই চিন্তায় সবচেয়ে বেশী
মেধাবী! এই তাড়না থেকে শুরু হয়
প্রতিযোগিতা। যেখানে লোকায়ত,
ব্যাক বেঞ্চাররা হারতে হারতে লীন
হয়ে যায়। আর এই দিকে মেধার এক অদ্ভুত
বহিঃপ্রকাশ ঘটে। এই যেমন
বাংলাদেশে খুন হয়ে যাওয়া হোসে
কোনিও যখন জাপান থেকে এসে উন্নত
জাতের ঘাস আর আলু উৎপাদের চেষ্টা
করে যাচ্ছিলেন,ঠিক তখন আমার মতন
যুবক বস্তা বস্তা বই পড়ে কোণিওর
ফলানো আলু বিক্রির ম্যানেজার পদের
চাকরির জন্য মুখিয়ে ছিলাম। তাহলে
মেধাবী কে? আমি.....রিকশাওয়ালা..
.....কোণিও না গ্রামের people science
এপ্লাই করে ফসল ফলানো কৃষক?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:


মেধাবী হলো সে, যিনি চলমান বিশ্বের সাথে খাপ খাওয়াতে পারে।

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৬

বাংলিশ বাবু বলেছেন: ভাল বলেছেন

৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫

তন্ময় চক্রবর্তী বলেছেন: মেধাবী হচ্ছে বাঙ্গালীরা। যারা পোস্ট লেখার সময় বাস্তব কথা লেখেন কিন্তু পোস্ট লেখা শেষে নিজের বাস্তব (!) জীবনে ফিরে যান, (শুধু এই একটি ক্ষেত্রেই নয়, বা শুধু আপনাকেই বলছি তাও নয়) কতো মেধার সমন্বয় দরকার বলুন তো এমন জীবন কাটাতে। নিজেকেই নিজে ধোঁকা দিয়ে চলতে হয়।

আমরা জানি, পুঁথিগত বিদ্যা অর্থহীন। আর স্কুল-কলেজের পড়াশোনা মানে যে শুধুই মুখস্ত করে গিয়ে বমি উৎসবে বসা, সেটাও জানি, তারপরও আমরা রেজাল্ট জানতে চাই, এ+ পেলো কিনা সেটা জানতে চাই। জানি এক, মানি আরেক, করি অন্যকিছু।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭

raselabe বলেছেন: তন্ময় চক্রবর্তী, ভাই ভাল বলেছেন,,,,,
আমরা তাহলে কো বিদ্যার পিছে ছুটবো??? পুঁথিগত নাকি মুখস্ত নাকি দেশের শিক্ষানামক মরিচিকার পিছে????

৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২

প্রামানিক বলেছেন: মেধাবী নিয়ে চমৎকার একটি লেখা লিখেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.