নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্টবেলায় সবাই খেলনা নিয়ে
খেলা করে আর পরিনত বয়সে সেই
খেলনা অপরিবর্তিত হয়ে মানুষ ( জীবন
নিয়ে) হয়ে যায়। আমরা সবাই কারু না
কারু হাতে খেলার পুতুল হয়ে যাই কেউ
জানিই না বা আন্দাজই করতে পারি
না !!!!! এটাই মানব জীবন, এটাই আমাদের
মানসিকতা, বিবেক- বিবেচনা।
আজ নিজেকে বড় বেশীই খেলনা মনে
হচ্ছে, যে যেভাবে পারছে খেলছে
আমায় নিয়ে।
ছোটবেলায় নিজের ইচ্ছেতেই ছোট
ভাই বা বোনের খেলনা হই, বড় হলে
ছোট বাচ্চাকে মজা দেয়ের জন্যে
খেলনা হই ( কেউ কেউ আবার বাস্তবতা
বিবর্জিত লুতুপুতু, খুনশুটি ব্লা ব্লা এর
প্রেম পাওয়া নিয়ে বয়ফ্রেন্ড বা
প্রেমিকার হাতের খেলনা হয়) ।
পরবর্তিতে সেই আমিই বড় হই,
পড়ালেখা করি, নিজের যোগ্যতা,
ভাল লাগার কোন কাজকর্ম শিখি বা
কোন কাজের যোগ্য ভাবে নিজেকে
প্রস্তুতি করি, একটা ভাল চাকরি নামক
সোনার হরিণ ( জীবনে উপার্জনের
মাধ্যম হিসেবে) পাওয়ার আশায়।
এখানেই শুরু হয় বড় মানের খেলা।
আমাকে নিয়ে সরকারি আমলা,
রাজনৈতিক নেতা, মন্ত্রী সহ আরও
অনেক নাম জানা না জানা
খেলোয়ার খেলা শুরু করে । এই সময়
তাদের গায়ে পরা থাকে ৯ ( নয়)
রক্তখয়ি যুদ্ধে আর্জিত লাল- সবুজ রংয়ে
রাঙানো পোশাক। মাথায় গর্বের
পতাকা, আর আপাদমস্তক জরানো দেশ
প্রেমী। খেলোয়ারদের এই দেশ
প্রেমীই হল শক্তি, যোগ্যতা, যা না
থাকলে তারা খেলায় অংশ গ্রহনের
সুযোগই পেত না। এই আমার মত সাধারন
খেলনা নিয়ে খেলার নামিই কি দেশ
প্রেম, ??????
আমি শুধু তাদের খেলনা হয়ে গড়াতে
থাকি দৌড়ায় আবার কখনো বা অন্য
কোন মাধ্যম ( উতকোষ !! নিয়ে গড়াই সব
নয় কিছু কিছু খেলনা) । আর খেলনা গুলো কি করবে কেউ কি জানেন????
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪
বিপরীত বাক বলেছেন: খেলিছো! এ বিশ্বলয়ে।।
শিশু আনমনে।।।
( শব্দ মিসিং আছে)