নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ইতিহাস অনেক পড়েছি, এখনো পড়ি, ভব্যিষতেও পড়বো। আমাদের পড়ার বা জানা ইতিহাসগুলোর মধ্যে আছে:: পাক-ভারত ইতিহাস, উপমহাদেশের ইতিহাস, মুসলিম
ইতিহাস পড়েছি। জাপান, রাশিয়ার
ইতিহাস, ইউরোপ আমেরিকার
ইতিহাস, আরবদের
ইতিহাস,আফ্রিকার গ্রেটার পার্টের ইতিহাস সহ আরও অনেক অনেক বিখ্যাত - অখ্যাত ইতিহাস। ইতিহাস পড়ে সবাই বলে ইতিহাস হলো জীবনের একটা বড় শিক্ষক।
মানুষ কি কি ভালো কাজ করেছে এবং
সেটা কারা করেছে, তাদের কি
যোগ্যতা ছিল, কোন কোন
পরিস্থিতিতে সফল হওয়া যায় তা
ইতিহাস পাঠে জানা যায়। এখানে
ব্যক্তিগত একটা বিষয় থাকে যে
লোকটা কত যোগ্য, যোগ্য ব্যক্তিই কি শুধু ইতিহাস গড়ে ???
আবার পরিস্থিতির একটা ব্যাপার থাকে। অনেক সময় যোগ্য লোকও পরিস্থিতির কারণে অনেক
কিছুই করতে পারে না। পরিস্থিতির অনুকূলর কারনে অনেক অযোগ্য লোকও পারে। এটাই আমাদের ইতিহাসের শিক্ষা!!! তাহলে কি ইতিহাসের শিক্ষা কি এটাই যে যদি পরিস্থিতি ও চার পাশের পরিবেশ অনূকুলে না থাকলে আমারা কেউই ভাল কো ইতিহাস হয়ে উঠতে পারবো না ???
আপনি যোগ্য কিন্তু ইতিহাস হতে পারবেনা কারন, আপনার পলেটিক্যাল ইতিহাস জানা নাই। কিন্তু মূল ইতিহাস বলতে যেটা বোঝা
যায় তা রাজনৈতিক ইতিহাসকে বলা হয়।
আমি এক সাধারন ইতিহাস না জানা ক্ষুদ্র মানুষ হিসেবে বলতে পারি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে তবে যেন ইতিহাসের বলি না হই। আমাদের সমাজে একই ইতিহাস বার বার পুর্নরাবৃত্তি হয় না। যা ঘটে তা একবারই ঘটে আর সেটাকে আমরা ইতিহাস বলে থাকি। আমরা যারা পরে এই ঘটনা পড়ি বা জানি তখন তাকে ইতিহাস হিসেবে শিক্ষা নেয়ার উদ্দেশে পড়ি।
কিন্তু যার জীবনে এই ইতিহাস সৃষ্টি হয় সেটা কিন্তু শিক্ষা নেওয়ার মত না। তার জন্য এটা হয় চরম হতাশা জনক কিছু??? আমি দৃপ্তকন্ঠে কন্ঠে বার বার বলবো বর্তমানই হলো মূল শিক্ষক, ইতিহাস কখনোই শিক্ষক হতে পাতে না শুধু সিনেমা বা আমাদের মন রঞ্জনের খোরাক !!!!!!!!
২| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১
raselabe বলেছেন: বিশারদগণ শুধু ইতিহাস থেকে শিক্ষাই নিতে বলে তবে আমার কাছে মনে হয় শিক্ষা নেয়ার কিছু নেই। ইতিহাসের শুধু আমাদের বিনোদন দিতেই জানে,,,
৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮
বর্নিল বলেছেন: ইতিহাসে জয়ীরা স্থান পায়।পরাজিতদের নাম গন্ধও নেই।তাই ইতিহাস অনেকটা মিথ্যাই মনে হয়।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৫
raselabe বলেছেন: ইতিহাস মিথ্যা নয় তবে শিক্ষক হবার মত কো গুন ইতিহাসের নাই,,, বর্নিল ভাই
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫
জুন বলেছেন: রাজনীতিবিদদের ইতিহাস থেকে শিক্ষা নিতে বলে । কিন্ত আমরা তা দেখি না । তবে আমাদের ঢাবির বিখ্যাত ইতিহাস বিশারদ টিচাররা সব সময় আমাদের স্মরন করিয়ে দিতো
হিস্ট্রি রিপিটস ইটসেলফ ।