নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা মানব জাতি, স্বপ্ন দেখতে খুব ভাল বাসি। স্বপ্ন দেখাই মানুষের ধর্ম। গুনি জনেরা বলে মন থাকলেই মানুষ কিন্তু আমি বলি শুধু মন থাকলেই নয় সেই মনের স্বপ্ন দেখার ইচ্ছা শক্তি থাকতে হবে। যে মানুষ স্বপ্ন দেখে না সে মানুষ নয়। স্বপ্নই মানুষ হিসেবে মানিষের পরিচয় বহন করে। সে ভাল মানুষই হোক আর আপনাদের চোখে তথাকথিত অমানুষই হোক। সবাই স্বপ্ন দেখে। একজনের স্বপ্ন থেকেই তার ব্যাক্তিত্ব বোঝা যায়। আর তাই আমরা আমাদের স্বাদ্ধ্য মত স্বপ্ন দেখি। আর সেই স্বপ্ন যদি একবার ভেঙে যায় তবে তার ব্যাক্তিত্ব বলে কিছু কিছুই না। সে হয়ে যায় ব্যাক্তিত্বহীন এক মানুষ।
ধরুন আপনি ছোট্ট বেলা থেকে একটা স্বপ্ন লালন করে বড় হলেন আর পরে দেখলেন আপ্পনার সেই স্বপ্ন আর সত্যি হবার নয়। ভাবুন তখন আপনি কি মানুষ হিসেবে নিজেকে দেখতে পাবেন। না পাবেন না। মমে হবে আপনি কোন মানব জাতির মধ্যে পরেনি না। আপনি একটা পশু যার চাওয়াটা ছিলো বেশি বেশি। কিন্তু যদি চাওয়াও ঠিক থাকে তবে,,,,,,???
আপনিই বলুন কি হবে?
দুনিয়াটাকে কেমন লাগবে????
©somewhere in net ltd.