নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশান্ত বাশিওলা

raselabe

তাই মনে হয় আমি বড় স্বার্থপর।

raselabe › বিস্তারিত পোস্টঃ

নিরাপদে মরতে চাই, এই অধিকার চাই, কেন পাবো না?????

২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৭:২০

নিরাপদ সড়ক চাই (নিসচা)এর তথ্য মতে
১৯৯৪ সাল থেকে ২০১৫ সালের জুন
পর্যন্ত সড়ক দূর্ঘটনায় মৃতের সংখ্যা ৬৩
হাজার ৮৪২ জন। শুধু ২০১৫ সালের জন
পর্যন্ত এসংখ্যা ২ হাজার ৩৬০ জন, যা
২০১৪ সালে ৬হাজার ৫৮২ জন, ২০১৩
সালে ৫ হাজার ১৬২ জন।
এই হিসাব মতে ২০১৩ সালের থেকে
২০১৪ সালে সড়ক দূর্ঘটনায় মৃতের সংখ্যা
বৃদ্ধি পেয়েছে ২৭ ভাগ। কিন্তু
বাস্তবে এই সংখ্যা আরও কয়েক গুন হবে
বলে বিশেষজ্ঞদের ধারনা। ঈদের এই
কয়েক দিনে মোট কত জন নিহত হয়েছে
তার সঠিক হিসেব পাওয়া এখন কঠিন,
তবে ২৪ জুলাই পর্যন্ত এই সংখা প্রায় ৯৫
জন। আজও নিহত হয়েছে ৬ জন, গতকাল
সংখ্যাটি ছিল ২৪ জন, যার মধ্যে একই
পরিবারের ৭ জন।
বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়ের এক্সিডেন্ট রিচার্স
ইন্সটিটিউট (এআরআই) এর তথ্য মতে
শতকরা ৯১ ভাগ দূর্ঘটনা ঘটে
অনিয়ন্ত্রিত গতির কারনে। এছাড়াও
এরা আরও ৯টি কারন কে সড়ক দূর্ঘটনার
কারন হিসেবে সনাক্ত করেছে। তার
মধ্যে রয়েছে অদক্ষ চালক, অপরিকল্পিত
যোগাযোগ ব্যবস্থা, রাস্তার
অপরিকল্পিত নকশা, রাস্তাঘাটের
দুরবস্তা, ফিটনেস বিহীন গাড়ি,
ইতাদি। কিন্তু এসবের জন্য কারা
দায়ী?? কে দিচ্ছে এইসব অদক্ষ
চালকদের লাইসেন্স ?
কারা সঠিক ভাবে যাচাই বাচাই না
করেই কে বা কারা করছে এইসব রাস্তা
মেরামত ও নকশা???
আর সরকারি হিসেব মতে প্রতি বছর
মৃতের সংখ্যা ৪ হাজার। কিন্তু WHO এর
মতে আমাদের দেশে সড়ক দূর্ঘটনায়
প্রতি বছর এই সংখ্যা ১৮ হাজার,
তাহলে বলা যায় প্রতি দিন ৫০ জন
নিহত হয় শুধুমাত্র সড়ক দূর্ঘটনায়। তবে
পরিসংখ্যায় যাই দেখা যাক না কেন
বা যে কারনেই দূর্ঘটনা ঘটুকন কেন।
সবাই রেহায় পেয়ে যায় আমাদের
দেশের গনত্রান্তিক আইন কানুনের
ফাকফোকর দিয়ে।
কেন এই সব মানুষ তাদের স্বাভাবিক
মৃত্যুর অধিকার পাবেনা?? কেন এত সড়ক
দূর্ঘটনা ঘটবে? কেনই বা আমরা
আমাদের জীবনের কোন নিশ্চয়তা
পাবিনা???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.