নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.............. খ্যাতির বিড়ম্বনা.....................
আমাদের গ্রামে ইঞ্জিনিয়ার বললেই
এক ভাইয়ের নাম শুনতাম। কিন্তু
পরিতাপের বিষয় হল, গ্রামের অনেক
মানুষ
তাকে বাকা চোখে দেখে কিংবা অনেকে তাকে কুলাঙ্গার
বলে আখ্যা দিতেও কুণ্ঠাবোধ করেন
না।
তখন আমি বুঝতাম না এই
মানুষটিকে একসময় গ্রামের অনেক মানুষই
খুব সুনাম করত,অথচ আজ তার অবস্থান
বিপরীত মেরুতে। মনে মনে আমারও খুব
রাগ হত সেই মানুষটির উপর যদিও এখনও
তার সাথে আমার সাক্ষাৎ হয়নি।
আজ কিছুটা হলেও তা অনুধাবন করতেছি।
অনেকের
ধারণা তিনি চাকরি করে রাতারাতি গ্রামের
অবস্থার উন্নতি ঘটাবেন, বেকার যুবকদের
বলার সাথে সাথেই চাকরির
ব্যবস্থা করে দিবেন
কিংবা গরিবদুঃখীর সাক্ষাৎ পাওয়ার
সাথেই গলায়
জড়িয়ে নিয়ে একটি "টাকার বান্ডিল "
হাতে দিয়ে দিবেন।
আমার অবস্থা আরও করুণ। এসব
কাউকে বলাও যেমন সমীচীন
নয়,তেমনি বলে কোন লাভ নেই।এটা শুধু
আমার নাবলা কথার ক্ষোভ মাত্র। আমার
পিতৃবংশে এস এস সি প্রথমবারেই
পাশকরা যেখানে অনেক
সম্মানের ,সেখানে আমার তথাকথিত
জিপিএ ৫ অনেকটা ভিনগ্রহের
বাসিন্দা বানিয়ে দিল। সেই
যে বাসনার শুরু তার লেশ এখনও
আমাকে তাড়া করে ফিরসে।
বুয়েট দিয়েই আমার বাসনার শুরু। এই
সম্মান যেন
আমাকে কয়েকটা গালাক্সির মন্ত্রির
পদমর্যাদা দান করল। কিন্তু আমি কখনই
কল্পনাও করতে পারনি এই সুনামই (পড়ূন
সুনামি) আমার সরল মনের
শান্তি কেড়ে নেবে,
আমাকে দিবে এক যন্ত্রণাময় জীবন।
মানুষের আবেগের সাথে যুক্ত
হয়েছে পরিবারের চাহিদা।
যে চাহিদার
সাথে 'কাটা ঘায়ে নুনের ছিটার' মত
যুক্ত হয়েছে আমার বিদেশে আগমন।
আমি পড়াশুনা করতে নয়, ে যেন টাকার
সাগরে পদাচারন করেছি। আমার
পরিবার সহ আমি কাউকেই
বুঝাইতে পারিনি যে আমি উচ্চশিক্ষার
জন্ন এসেছি, যখন
অনেকে আমাকে বলে গ্রামের কিছু
ছেলেকে বিদেশে নিয়ে আসতে কিংবা অনেকে কারও
ভিসার ব্যবস্থা করতে। তাদের
ধারণা আমাদের গ্রামের অনেকেই
মালয়েশিয়া/
কোরিয়া গিয়ে যেখানে অনেক
টাকা ইনকাম করছে, সেখানে আমার মত
ছেলের টাকা রাখার জন্য কয়েকটা ভল্ট
বানানো অতি জরুরি।
আমার পরিবারের ইচ্ছে আমি যেন খুব
তাড়াতাড়ি একটা তিনতালা বাড়ি বানাই
আমার গ্রামে। একজন বুয়েট পাশ
ইঞ্জিনিয়ার বলে কথা !
এই জীবন তো চাইনি আমি। আমার কথার
যেন কোন মূল্য নেই, আমার কোন আশাও
থাকতে নেই, নেই কথা বলার
স্বাধীনতা। আমি যেন কোরবানির গরু,
তাই সবাই আদর যত্ন করছে বাজারে ভাল
দাম পাবে বলে।
প্রত্যাশা অনুযায়ী দাম
না পেলে ছুড়ে ফেলে দিবে।
মাঝে মাঝে মনে হয়
পড়ালেখা করতে চাওয়াটাই ছিল
জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। জন্মই
যেন আমার আজন্ম পাপ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২
আরণ্যক রাখাল বলেছেন: নিজের মত থাকার চেষ্টা করুন
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৩
ব্লগার মাসুদ বলেছেন: ভালো লেখেছেন
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬
raselabe বলেছেন: ভাই.। চাপটা বেশী হয়ে যাচ্ছে নিতে পারছি না
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৭
অবিবাহিত ছেলে বলেছেন: এই তাগিদই আপনাকে ভাল কিছু করতে উৎসাহ যোগাবে ।