নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন সে তো অবিরাম ছুটে চলা বাহন।
জীবন যুদ্ধ চলছে তো চলছেই অবিরাম
বিরতিহীন পৃথিবী যত দিন আছে। কখনো ঝড়বেগে আবার
কখনো মন্থর গতীতে। জীবন
যুদ্ধে আমি একজন অপরিপক্ক কান্ডঙ্গানহীন সৈনিক,
তবে আমার আছে দৃড় মনবল। যে মনবল
পরাজয়ের
মেনে নিতে জানে না।
জানে শুধু বিজয়ে উল্লাস করতে।
সামনে বন্ধুর কঠিন লম্বা পথ। এই পথ
পাড়ি দিতেই হবে,পৌছতে হবে গন্তব্যে। আসিক নআআ কঠিন বাধা বিপত্তি। তাই আমার
যাত্রা চলছে তো চলছেই...।
আমি চলছি তো চলছিই। শিশির
ভেজা ভোর হয়ে যায় রোদেলা দুপর
আবার দুপর গড়িয়ে সঁন্ধ্যা। সূর্য অস্ত যায়
পশ্চিম আকাশে পাখিরা ঝাঁক
বেঁধে নীড়ে উড়ে যায়। সবাই ক্লান্ত
শরীর বিছানায় এলিয়ে বিশ্রাম নেয়
আর আমি চলছি তো চলছিই...।
জানি না গন্তব্য আর কতদুর। কোথায়
সেই ঠিকানা আমার?
আমি চলছি বিরতিহীন। হাঠাৎ রোদ
জলমল আকাশ মেঘলা হয়ে গেল।
পশ্চিমা বাতাস বইতে শুরু করলো।
বৈশাখের হাবভাব বুঝা দায়,
কখন যে কি হয়ে যায়।।
চারিদিক অন্ধকার হয়ে আসছে। সবাই ছুটছে, কাজ ছেড়ে,
সব ক্ষেত খামার থেকে বাড়ির
দিকে ছুটছে। বুঝতেই পারছি বিশাল
ঝড় উঠবে। ঝড় ? কাল বৈশাখী??
তাতে কি??? জীবন
যুদ্ধে জয়ী হতে চাইলে এমন ঝড়
তুফানকেও জয় করতে হবে।
আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আবার
কখনো কখনো শোনা যাচ্ছে কিসের
যেন গর্জন। কেমন যেন মনের মাঝে একটু
ভয় ভয় লাগছে। তবুও আমি থেমে নেই।
আমি চলছি তো চলছিই...। হঠাৎ বুঝলাম কে যেন, আমার হাতটি
শক্ত
করে ধরলো। নরম মোলায়েম
হাতের ছোঁয়া। অনেক কমল সেই ছোঁয়া আর বলছে আমিও আছি তোমার সাথে। আরর সেই কথাটি ফিসফিসি করে কানে বাজছে, বলছে ভয় পেয়েও
না। আমি আছি তোমার সাথে। জীবন
যুদ্ধে তুমি একা নও।
বুকের মাঝে সাহস সঞ্চয় হল। ভঅঅয় দুর হলো। জীবন
যুদ্ধের মন্থর গতিতে পথ চলা দ্রুত
গতিতে পরিনত হল। মনে হচ্ছে খুব দ্রুত
গন্তব্যে পৌছ যাবো এবং জীবন
যুদ্ধে জয়ী হবো। ঘাড় বাঁকিয়ে একটু
ডানে তাকালাম। কে এই নরম হাতের
অধিকারী/অধিকারিনী?
যে আমাকে জীবন যুদ্ধের
ক্লান্তি লগ্নে অভয় দিয়ে যাচ্ছে।
সত্যিই এই মুহুর্তে অভয় দেয়ার জন্য একজন
মানুষের খুব প্রয়োজন ছিল।
ডানে তাকিয়ে আমি থ
খেয়ে গেলাম। একি কাউকেই
তো দেখছি না। আমার হাতটিও
তো কেউ ধরে রাখেনি।
তাহলে এটা কি কল্পনা ছিল? জীবন
যুদ্ধের এই কঠিন মুহুর্তেও কল্পনা?
তা আবার ....? একা একা একটু বোকার
হাসি হাসলাম।
এবার আমি নিশ্চিত হলাম ওটা ছিল
কল্পনা। আমি আবার পথ চলতে লাগলাম। আমাকে চলতেই হবে। জীবন
যুদ্ধে আমি একা শুধুই একা।
তবে বিজয়ের মুকুট
আমাকে ছিনিয়ে আনতেই হবে।
ক্লান্তি এবং ভয়
উভয়কে করিতে হবে জয়,
তবেই আসবে বিজয়।
ঝড়-তুফান, পাহাড়-পর্তব সব
উপেক্ষা করে আমি সম্মুখ
পানে এগিয়ে যাচ্ছি। যদিও
জানি না এ যুদ্ধের শেষ কোথায়? তবুও
জীবন
যুদ্ধে জয়ী হতে আমি চলছি তো চলছিই....,,,,,,,,
জানিনা কবে হবে এ পথের শেষ?? কবে হবে শেষ এই একা পথ চলা???
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২২
raselabe বলেছেন: জাগো,,