নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশান্ত বাশিওলা

raselabe

তাই মনে হয় আমি বড় স্বার্থপর।

raselabe › বিস্তারিত পোস্টঃ

জানি না কিছুই!!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়তে আসা কৃষি প্রকৌশলীর মার্স্টাস জীবনের সৃতি
বোধয় তেমন একটি সুখকর
ছিল না শুধুমাত্র দুটি মানুষের জন্য
। তারা হলেন মহামান্য গনিত স্যারদ্বয়। তাদের
কড়া ককথায় জর্জরিত হয়নি এমন
দুই চারজন মানুষ
খুজে পাওয়া মুশকিল । কেননা তারা মনে করেন আমাদের গনিতের ভিত একদমি কাচা। আর আমরাও তাদের কথা মত গনিতকে মুখস্ত বিদ্যার মত খেয়ে ফেলি।
কেননা এটা একেবারে আমাদের
জাতীয় সঙ্কট যে আমাদের
গনিতের
প্রতিভা সর্বদাই মারাত্তক
খারাপ ( যখন কৃষি প্রকৌশল পড়ছি) । কৃষি প্রকৌশলীর মস্তিস্ক সবসময়ই
উর্বর এবং এই জমিতে সব ফসলই চাষ
হয় কিন্তু ওই গনিত ( দাদু গনিত) ছাড়া ।
আমরা আমাদের ভাষার বই
ব্যাবহারে অসাধারন কিন্তু
বিপত্তি ঘটে তখনি যখন ম্যাথ বইটি খুলি । আবার
দেখা যায় সব বিষয়ই বুঝি কিন্তু
বুঝি না শুধু দাদু গনিত । গনিত শুধু ওই
একটিই নয় এই সংখ্যার প্রয়োগ আছে এফ পি এম, আই ডাব্লিউ এম এবং এফ এস সহ আরও
গোটা পাচেক ইঞ্জিনিয়ারিং এ। কিন্তু এই
ম্যাথ বিষয়ে দেখা যাচ্ছে বিপুল
পরিমানে ইঞ্জিনিয়ার বুঝতেই
পারেনা যে আসলে কি করতে হবে কিংবা কিভাবে আরও
এগুন যায় । আর আমরাও
আসলে বুঝতে পারিনা এর
প্রয়জনিয়তা কিংবা উন্নতির
পথে অন্তরায়ই বা কি । প্রথমেই
গনিতের ব্যাপারে আসি ।
আমরা কি বানাই ? ধান ফলান আর
তৈরি পোশাক ছাড়া ?
টেলিভিশন , ফ্রিজ, মোবাইল এসব
নিত্যদিনের সামগ্রি থেকে শুরু
করে মোটরসাইকেল ,কার ,
বাস ,ট্রাক এসব জাতীয়
ব্যাবহারযোগ্য
কিংবা মেট্রো রেল ,
নিউক্লিয়ার ফিল্ড বা মহাকাশ
স্টেশন উফ আর না , এসবের
কোনটা বানাতে পারি আমরা?
আসলে কোনটাই না , কিছু
পারি যা ওই না পারারই সমান।
কেননা আমাদের ইঞ্জিনিয়ার
নাই । হাজারে খুঝলে হয়ত
পাবেন একটি । মোট জনশক্তির কত
ভাগ আমাদের ইঞ্জিনিয়ার
বলতে পারবেন ? সঠিক হিসেব
হয়ত কেওরই জানা নাই । যাই
হবে সেটা অবশ্যই প্রয়জনের তুলনায়
অপ্রতুল । আমরা আজ ভাল
বা খারাপ ইঞ্জিনিয়ার এর
তর্কে যাব না ,
সোজা কথা আমাদের প্রয়োজন
ইঞ্জিনিয়ার । কিন্তু যেই
পরিমান ইঞ্জিনিয়ার প্রয়োজন
আমাদের সেটা কোনদিনও
আমরা পাব না কেননা আমাদের
শৈশবকালে যেই
দুরবলতা থাকে গনিতের
প্রতি সেটা কোন দিনও
কাটে না । গনিত হল সায়েন্স
এবং কমার্সের উচ্চশিক্ষার বেইস
আর আমাদের এই বেইস চিরজিবনই
থাকে কাঁচা । ফলে আমাদের আর
ভাল টেকনিশিয়ান হয়ে উঠা হয়
না । তারই
ফলশ্রুতিতে আমাদেরকে বিদেশ
থেকে আনতে হয় জনশক্তি এই
সেক্টরে যেখানে আমাদের
ছেলে মেয়েরাই যথেষ্ট হওয়ার
কথা ছিল । সুতরাং সংখ্যার
প্রতি আমাদের এই যে ভয়
সেটা কাটিয়ে উঠা খুবই
প্রয়োজন ।
সময় বিভিন্ন আবিস্কার
সামনে নিয়ে এসেছেন
এবং দেশের নাম উজ্জ্বল করেছ্ন কৃষি ইঞ্জিনিয়ারিং এর
বিষয়ে । আজকে এই অবস্থার মধ্য
দিয়েই চলছে আবিস্কার এবং নতুন
উদ্ভাবন শুধুমাত্র বাংলার ওই
সন্তানদের অদম্য সৃষ্টিশীল
আগ্রহের কারনে । কিন্তু আমমরা যদি দাদু মম্যাথ বুঝতাম তাহলে না জানি আরও কি কি সম্ভব হত????

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৯

খেলাঘর বলেছেন:


গণিত না জেনে কিছুই হওয়া যায় না; আমাদের রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ভালো ইনজিনিয়ার নেই, কারণ আমাদের কলেজ ও বিশ্ববিদয়ালয়ে গণিত সঠকভাবে শিখায় না, ও ছাত্ররা শিখে না।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

আদম_ বলেছেন: পোস্ট টা পড়তে কষ্ট হয়েছে, লাইন ভেঙ্গে লেখার জন্য। তবে কথা সত্য। এবং এর জন্য দায়ী আমাদের মাস্টাররা আর অতি কুলিখিত গণিত বই গুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.